Showing posts with label আব্দুর রহমান মিয়া. Show all posts
Showing posts with label আব্দুর রহমান মিয়া. Show all posts
দুদকের মামলায় নাগেশ্বরী পৌর মেয়র জেল হাজতে

দুদকের মামলায় নাগেশ্বরী পৌর মেয়র জেল হাজতে

admin May 22, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়াকে জেল হাজতে পাঠিয়েছে আদলত।


আজ দুপুরে কুড়িগ্রাম জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদলত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


আদালত ও মামলা সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়া নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আদায় করা রাজস্ব খাতের অর্থ সরকারি কোষাগারে যথাসময়ে জমা করেননি। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় পৌর মেয়রের বিরুদ্ধে এ বছরের ১৪ মার্চ নাগেশ্বরী থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন মেয়র।


তিনি পরবর্তীতে দুদকের তদন্তকালীন সময়ে সরকারি টাকা ব্যাংক একাউন্টে জমা প্রদান করলেও দুদক জানায় দুদক আইন অনুবিভাগের মতামত অনুযায়ী আত্মসাৎকৃত অর্থ আত্মসাথের অপরাধের দায় থেকে মুক্তি পাওয়া যায় না বলে জানান কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।


বুধবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে হাজিরা দিতে গেলে ভারপ্রাপ্ত জেলা জজ আশিকুল খবির পৌর মেয়র আব্দুর রহমান মিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three