পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক আটক করেছে পুলিশ। গতকাল রাতে ওই ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম নাজমুল (২২) ও সুজা (২০)।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইডলাম নাজমুল (২২) ও সুজা (২০) নামের অপর এক যুবককে উপজেলা সংলগ্ন বটতলী থেকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। রবিউল উপজেলার জগজীবন গ্রামের মহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রবিউল ইসলাম নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি রেজাউল করিম বলেন, বুধবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।