প্রযুক্তি ডেস্ক: অনেক সময় ফেসবুকের জগতে ঢুকে নষ্ট হয় অনেক সময়। ব্রাউজ করতে করতে অনেকসময় খেয়াল থাকে না খাওয়া-দাওয়া বা অন্য কোন কাজের কথা। যদি এমন হতো যে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে আপনি এতক্ষণ সময় ধরে আপনি এই স্যোশাল মিডিয়া ব্যবহার করেছেন, আপনার তো এখন ফেসবুক চালানোর কথা নয়।
হ্য এমনটাই ফিচার যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। যার নাম “Your Time On Facebook’ বা ফেসবুকে আপনার সময়। এবার সেই সময় বাঁচাতে সাহায্য করবে ফেসবুকই। এ ফিচারের মাধ্যমে আপনি সময় বেঁধে দিতে পারবেন ফেসবুককে।
ফেসবুকের এই নতুন প্রযুক্তি আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন আপনি ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ও বেঁধে দিতে পারবেন ফেসবুকের জন্য। সেই সময় অতিক্রম হলেই আপনাকে জানান দেবে এ নতুন ফিচারটি।
আরও বেশ কিছু সুবিধা আছে এই ফিচারে। ফেসবুকের নোটিফিকেশনও আপনার আয়ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার ৷ এক সপ্তাহ পরপর পুরো সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জানা যাবে এর মাধ্যমে ৷
এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে। এসবের মাধ্যমে ফেসবুক বলছে, ফেসবুকে সময় কাটান, কিন্তু একে নিজের নেশা বানাবেন না ৷ তাই তো এই সময় মাপার ব্যবস্থা করছে কর্তৃপক্ষও।