অনলাইন ডেস্ক:
রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুল বিবি (৫৩) নামের এক নারী নিহত ও ছয়জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এলিফ্যান্টরোডের বাটা সিগন্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল হলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সপরিবারে ঢাকায় এসেছিলেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল জানান, এলিফ্যান্টরোড বাটার সিগন্যাল মোড়ে ভাড়ায় চালিত যাত্রীবাহী উবার প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুটি প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।