নওগাঁ: নওগাঁর সাপাহারে প্রতি বছরের ন্যায় উপজেলার সকল জিপিএ-৫ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবান জ্ঞাপন করে শিক্ষার্থীদের মাঝে নওগাঁ জেলায় মেডিকেল কলেজের অনুমোদনের সু-খবর দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, সমাজ সেবী সাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থী, সূধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের মাঝে বেশ কিছু হুইল চেয়ার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন ও উপজেলার প্রাথমিক পর্যায়ে পিইসি ও এবতেদায়ি-১৯১ জন, মাধ্যমিক পর্যায়ে জেএসসি ও জেডিসি-৩৯১ জন, এসএসসি ও দাখিল-২১৩ জন, উচ্চমাধ্যমিক পর্যায়ে এইচএসসি ৪৪জন, স্নাতক ও স্নাতোত্তর পর্যায়ে আদিবাসী ৭৭ মাধ্যমিক ১১১ ও প্রাথমিক পর্যায়ে ১৪৫ জন সহ মোট ১হাজার ১শ ৭২ জন শিক্ষর্থীকে সংবর্ধনা হিসেবে একটি করে ক্রেস্ট প্রদান করেন।