Showing posts with label গরু. Show all posts
Showing posts with label গরু. Show all posts
একটি গরু নিয়ে মামলা: গরুর দাম ২৩ হাজার, মামলায় খরচ ৪৫ হাজার

একটি গরু নিয়ে মামলা: গরুর দাম ২৩ হাজার, মামলায় খরচ ৪৫ হাজার

admin August 19, 2018

ময়মনসিংহ: ২৩ হাজার টাকা মূল্যের একটি গরুর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটেছে আশ্চর্যজনক ঘটনা। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় বিষয়টি নিয়ে থানা-পুলিশ মামলা, এমনকি আদালত পর্যন্ত গড়েছে। আদালতের নিদের্শে গঠন করা হয় দুইটি তদন্ত কমিটি। যার একটি করে পুলিশ, অন্যটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। জানা গেছে, এ মামলায় বাদী-বিবাদী পক্ষের এখন পর্যন্ত খরচ হয়েছে ৪৫ হাজার টাকা, কিন্তু গরুটির দাম ২৩ হাজার টাকা। নান্দাইল থানা পুলিশ জানিয়েছে, মামলাটির এখন পর্যন্ত সমাধান হয়নি।
এদেিক ওই গরুটি নিয়ে বিপাকে আছে নান্দাইল থানার পুলিশ। কেননা, গরুটি এখন আছে থানা হেফাজতে। যার দেখাশোনার জন্য একজন কনস্টেবলকে রুটিন করে গরুটির যত্ন নিতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস তিনেক আগে নান্দাইল থানার হেফাজতে আসা গরুটির মালিকানা দাবি করে ২ কৃষক। থানায় মীমাংশা না হওয়ায় বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। বর্তমানে উপজেলার কৃষক আব্দুল গনী ও হুমায়ুন মিয়া গরুর মালিকানা দাবি নিয়ে আদালতে লড়ছেন। এদিকে আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। যার একটি করে পুলিশ অপরটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। পুলিশের প্রতিবেদন বলছে, গরুটি আব্দুল গনীর, আর প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিবেদন বলছে, গরুর মালিক হুমায়ুন মিয়া। দুই কর্মকর্তার দাবি তাদের তদন্তই সঠিক।
মামলার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশ বিষয়টির প্রতিটি স্তরে গিয়ে তদন্ত করেছে। তদন্ত রিপোর্টে কোনো ভুল নেই বলে মনে করছেন তারা। অপরদিকে নান্দাইল প্রাণিসম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক বলেন, পুলিশ গরুর কি বুঝে? আমরা এই বিষয়ে পড়াশোনা করেছি। অবশ্যই আমার তদন্তই ঠিক।
গরুর মালিকানা দাবিকারী আব্দুল গনী দাবি করেন ওই গরুটি তার। প্রায় বছরখানেক ধরে তিনি এটির লালন-পালন করে আসছেন। তিনি বলেন, পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে গরুটি তার। আদালতে হুমায়ুন মিয়া পুলিশের তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ করলে আদালত আবার তদন্ত করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেন। আব্দুল গনী জানান, প্রাণিসম্পদ কর্মকর্তা সরেজমিনে তদন্ত না করে রিপোর্ট দেন গরুটি হুমায়ুন মিয়ার। অপরদিকে হুমায়ুন মিয়ার দাবি, তার গরুটি বেশ কিছুদনি আগে হারিয়ে যায়। এখন সেটি খুঁজে পেয়েছেন। তাই তিনি এর মালিকানা চান। কিন্তু আব্দুল গনী দাবি করছেন গরু তার। তাই মামলা চলছে।
এদিকে গরু নিয়ে আদালতে যিনি জিতবেন তিনি একপ্রকার বিপাকে পরতে যাচ্ছেন। কেননা গরু থানায় থাকাকালীন যা খরচ হচ্ছে তা গুণতে হবে তাকেই।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three