Showing posts with label হুয়াওয়ে. Show all posts
Showing posts with label হুয়াওয়ে. Show all posts
স্বাভাবিক আছে হুয়াওয়ে স্মার্টফোনের উৎপাদন!

স্বাভাবিক আছে হুয়াওয়ে স্মার্টফোনের উৎপাদন!

admin June 22, 2019

স্মার্টফোনের উৎপাদন একটুও কমায়নি চীনা জায়ান্ট হুয়াওয়ে। তাইওয়ানের ডিজিটাইমস নামের একটি সংবাদমাধ্যম সম্প্রতি এক খবরে দাবি করেছিল, হুয়াওয়ে তাদের স্মার্টফোন বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনের উৎপাদন কিছুটা কমিয়ে দিয়েছে। খবরটি সঠিক নয় বলে এক বিবৃতি পাঠিয়েছে হুয়াওয়ে।


সেখানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমাদের বৈশ্বিক যে স্মার্টফোন উৎপাদন তা স্বাভাবিক রয়েছে। এটি একটুও কমানো হয়নি এবং কমানোর কোন ধরনের কথাও ভাবেনি হুয়াওয়ে।প্রতিষ্ঠানটি ডিজিটাইমসের ওই খবরের দাবিকে গুজব বলে বর্ণনা করেছে।


গত ১৫ মে যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানের ব্যবসা করার জন্য আলাদা একটি লাইসেন্স প্রয়োজন পড়বে। এরপর গুগল, কোয়ালকমসহ অন্যান্য প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল করে। ফলে বিশ্বব্যাপী কিছুটা চাপে পড়ে হুয়াওয়ে।তবে শুধু ডিজিটাইমস নয়, এর আগেও বেশ কিছু সংবাদমাধ্যম হুয়াওয়ের ফোন উৎপাদন কমানোর কথা বলেছে।


ব্লুমবার্গ এর আগে এক প্রতিবেদনে দাবি করে, হুয়াওয়ে গত মাস থেকে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত স্মার্টফোন বিক্রি কমে গেছে। ফলে প্রতিষ্ঠানটি তাদের ফোন উৎপাদনও কমিয়ে দিয়েছে।


এমনকি গত কয়েকদিন আগে হুয়াওয়ে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন ঝেংফেই এক লাইভ ভিডিওতেও বলেছেন, হুয়াওয়ের ফোনের বিক্রি কমে গেছে। তবে অল্প সময়ের মধ্যই তা কাটিয়ে উঠবে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের ওপর গুগলের নিষেধাজ্ঞা

হুয়াওয়ের ওপর গুগলের নিষেধাজ্ঞা

admin May 23, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
এবার চীনা টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ের ওপর এক ধরনের ‘নিষেধাজ্ঞা’ জারি করলো গুগল। এখন থেকে গুগল হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে বেশ কিছু সেবার আর কোনো আপডেট ভার্সন দেবে না। খবর বিবিসির।


প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না।


ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এমন কোম্পানিতে তালিকাভুক্ত করেছে, যার সঙ্গে বাণিজ্য করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে। এরপরই গুগলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


এক বিবৃতিতে গুগল জানিয়েছে, তারা আদেশ মেনেই কাজ করছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে।


তবে প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ওপেন সোর্স লাইসেন্স ব্যবহার করে এখনো সুযোগ সুবিধা পেতে পারবেন। সেইসঙ্গে যারা পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করছেন তারা সেটি চালিয়ে যেতে পারবেন।


তবে এখন থেকে হুয়াওয়ে ব্যবহারকারীরা গুগল ম্যাপস ইউটিউব এসব জনপ্রিয় এ্যাপসগুলোর আপডেট ভার্সন ব্যবহার করতে পারবেন না।


এদিকে এব্যাপারে এখন পর্যন্ত হুয়াওয়ের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। গত বুধবার ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকা’ ভুক্ত করে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three