এক্সপ্রেস ডেস্ক: ভারতীয় সংবাদ মাধ্যম গুলোর খবরে জানা যাচ্ছে, দলিত সম্প্রদায়ের ডাকা ধর্মঘট ও বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন, যারা দলিত সম্প্রদায় আইন সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক রায়ের প্রতিবাদে ঘোষিত ধর্মঘটে অংশগ্রহণ করেছেন।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের এক রায় নিয়ে আজ মঙ্গলবার ডাকা ধর্মঘট ও বিক্ষোভে ভারতের কয়েকটি রাজ্যে হাজার হাজার দলিত সম্প্রদায়ের মানুষ অংশ নেন। বিক্ষোভেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এতেই মধ্য প্রদেশে একজন ছাত্র নেতাসহ ৬ জন, রাজস্থানে একজন, উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে একজন ও মিরুতে একজন নিহত হয়েছেন।
এনডিটিভির খবরে বলা হচ্ছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, মিরু ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাব ও ঝাড়খন্ডেও। পাঞ্জাব পুলিশ এনডিটিভিকে জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, বিভিন্ন সড়কের যানবাহন চলাচল বন্ধ আছে।
প্রসঙ্গত গত ২০ মার্চ ভারতের সুপ্রিমকোর্ট 'অতীতে অপব্যবহার হয়েছে' -এমন অভিযোগের ভিত্তিতে এসসি/এসটি (নৃশংসতা প্রতিরোধ) আইনের গুরুত্বপূর্ণ দু’টি পরিবর্তনের আদেশ দেন। সংশোধিত আইনের অধীনে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক না করা এবং জামিনের বিধান যুক্ত করা হয়। এ আদেশকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দেয় দলিতরা। নিম্নবর্ণের মানুষদের সুরক্ষায় ১৯৮৯ সালে ভারতের পার্লামেন্টে এসসি/এসটি অ্যাক্ট পাস হয়।
‘অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লোয়ার কাস্ট’ এর মহাসচিব কেবি চৌধুরি বলেন, 'এই রায়ের কারণে এখন ওই আইনের সুরক্ষা শেষ হয়ে যাবে। আমরা সবাই দুঃখী এবং বিমর্ষ হয়ে পড়েছি।'