Showing posts with label ধর্মঘট. Show all posts
Showing posts with label ধর্মঘট. Show all posts

অনির্দিষ্টকালের ধর্মঘটে কুড়িগ্রামের মাছ ব্যবসায়ীরা

admin June 11, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
মাছ ব্যবসায়ীদের পুর্ণবাসন না করে কুড়িগ্রামের জিয়া বাজারের ভবন ভাঙ্গার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে ব্যবসায়ীরা।


সোমবার সকাল থেকে জিয়া বাজারের ব্যবসায়ীরা মাছ বিক্রি বন্ধ করে দিয়ে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।


এসময় তারা জানায়, নিয়মনীতি মেনে পৌর কর্তৃপক্ষকে টাকা জমা দিলেও পুর্ণবাসন না করে ঢালাওভাবে ভবনটি ভাঙ্গার কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। এ অবস্থায় আমরা অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধ করে দিয়েছি।




[caption id="" align="aligncenter" width="720"]কুড়িগ্রামের জিয়া বাজারের ভবন ভাঙ্গার কাজ করছেন শ্রমিকরা। কুড়িগ্রামের জিয়া বাজারের ভবন ভাঙ্গার কাজ করছেন শ্রমিকরা।[/caption]

 

কুড়িগ্রাম জিয়া বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নারায়ন চন্দ্র দাস জানান, প্রথমত পৌরসভার মেয়র আমাদের মাছ ব্যবসায়ীদের নিকট টাকা নিয়ে পজিশন বরাদ্দের কাগজ দিয়ে তারপর ভবন ভাঙ্গার কথা ছিল। কিন্তু তিনি টাকা নিয়েছেন সেডের পজিশনের কাগজ না দিয়েই ভবন ভাঙ্গার কাজ শুরু করেছেন।


দ্বিতীয়ত এখানকার ব্যবসায়ীদের আলাদা কোন জায়গায় বসার ব্যবসস্থা না করে দিয়েই ভবন ভাঙ্গছেন। এতে করে ভবন ভেঙ্গে ফেলে নতুন সেড তৈরি না করা পর্যন্ত আমাদের ব্যবসা গুটিয়ে বসে থাকতে হবে। এজন্যই আমরা জিয়া বাজারে মাছ বিক্রি বন্ধে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করছি। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে। আমরা সংখ্যালঘু বলেই মেয়র আমাদের সাথে এমন আচরন করছে।


এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ জানান, ওই ভবনে যারা ব্যবসা করে তাদেরকে আপাতত মাছ বিক্রির কোন ব্যবস্থা না করে ভবনটি ভাঙ্গা ঠিক হবে না। বিষয়টি আমরা পৌর মেয়রকেও অবগত করেছি।


কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল জানান, জিয়া বাজারের ঐ ভবনটি মেয়াদ উত্তীর্ন হওয়া ভেঙ্গে নতুন সেড তৈরি করা হবে। মাছ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য আপাতত টিনের চালা করে তাদের সাময়িক বসার ব্যবস্থা করে দেয়া হবে। সেড নির্মাণের পর বিধি মোতাবেক ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেয়া হবে।

ভারতে দলিত সম্প্রদায়ের ধর্মঘটে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৯

ভারতে দলিত সম্প্রদায়ের ধর্মঘটে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৯

admin April 03, 2018

এক্সপ্রেস ডেস্ক: ভারতীয় সংবাদ মাধ্যম গুলোর খবরে জানা যাচ্ছে, দলিত সম্প্রদায়ের ডাকা ধর্মঘট ও বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন, যারা দলিত সম্প্রদায় আইন সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক রায়ের প্রতিবাদে ঘোষিত ধর্মঘটে অংশগ্রহণ করেছেন।


গতকাল সোমবার সুপ্রিম কোর্টের এক রায় নিয়ে আজ মঙ্গলবার ডাকা ধর্মঘট ও বিক্ষোভে ভারতের কয়েকটি রাজ্যে হাজার হাজার দলিত সম্প্রদায়ের মানুষ অংশ নেন। বিক্ষোভেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এতেই মধ্য প্রদেশে একজন ছাত্র নেতাসহ ৬ জন, রাজস্থানে একজন, উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে একজন ও মিরুতে একজন নিহত হয়েছেন।


এনডিটিভির খবরে বলা হচ্ছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, মিরু ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাব ও ঝাড়খন্ডেও। পাঞ্জাব পুলিশ এনডিটিভিকে জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, বিভিন্ন সড়কের যানবাহন চলাচল বন্ধ আছে।


প্রসঙ্গত গত ২০ মার্চ ভারতের সুপ্রিমকোর্ট 'অতীতে অপব্যবহার হয়েছে' -এমন অভিযোগের ভিত্তিতে এসসি/এসটি (নৃশংসতা প্রতিরোধ) আইনের গুরুত্বপূর্ণ দু’টি পরিবর্তনের আদেশ দেন। সংশোধিত আইনের অধীনে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক না করা এবং জামিনের বিধান যুক্ত করা হয়। এ আদেশকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দেয় দলিতরা। নিম্নবর্ণের মানুষদের সুরক্ষায় ১৯৮৯ সালে ভারতের পার্লামেন্টে এসসি/এসটি অ্যাক্ট পাস হয়।


‘অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লোয়ার কাস্ট’ এর মহাসচিব কেবি চৌধুরি বলেন, 'এই রায়ের কারণে এখন ওই আইনের সুরক্ষা শেষ হয়ে যাবে। আমরা সবাই দুঃখী এবং বিমর্ষ হয়ে পড়েছি।'

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three