দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে গোসল করারতে গিয়ে আঁখি মনি (৪) ও আমপি (৬) নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।
শুক্রবার দুপুর ১টার দিকে ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু আঁখি মনি মাছুয়া পাড়ার হামিদুল ইসলামের মেয়ে ও আমপি (৬) একই গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী জানান, শিশু দুটি বাড়ির পাশের এলাকার অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলছিল। খেলা শেষে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে শিশু দুটি গোসল করতে নামে। কিন্তু এরা স্রোতে পড়ে যাওয়ায় পানি থেকে উঠতে পারেনি। তাদের সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে খবর দেয়।
এরপর খোঁজাখুঁজির এক পর্যায় শিশু দুটিকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
দিনাজপুর ফুলবাড়ী থানার ওসি ফখরুল হাসান দুই শিশুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।