কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে তিতাস বাবু (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলার সদরের ঘোগাদহ ইউনিয়নের শান্তির ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিতাস বাবু ফুলবাড়ী উপজেলার নেওয়াশী ইউনিয়নের রাবাইতারী গ্রামের শ্রী শিবু চন্দ্রের পুত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, তিতাস বাবু বাবা ও মায়ের সাথে নানা বাড়ি সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে শান্তির ভিটা বেড়াতে আসে। সেখানে খেলাধুলা করার সময় বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘোগাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শিশুটির পানিতে পড়ে মৃত্যুর খবর শুনে সেখানে যাই এবং পরিবারটিকে সান্ত্বনা দেই।