Showing posts with label প্রিয়াঙ্কা চোপড়া. Show all posts
Showing posts with label প্রিয়াঙ্কা চোপড়া. Show all posts

আবারও উষ্ণতা ছড়ালো প্রিয়াঙ্কা!

admin June 07, 2019

কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে ‘অদ্ভূত’ সাজে ঝড় তুলেছেন। এবার ফটোশুটেই উত্তাপ ছড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একটি পত্রিকার ফটোশুটে মোহময়ীরূপে দেখা গেছে সাবেক এই বিশ্বসুন্দরীকে।


ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামার কোশেন্ট নিয়ে মতান্তরের কোনো জায়গাই নেই। কান চলচ্চিত্র উৎসবের পর এবার ফটোশুটেও ক্যামেরার লেন্সে আগুন জ্বালিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকা ‘ইনস্টাইল’-এর জন্য নতুন এই ফটোশুট করেছেন পিগি চপ্স।


ফটোশুটে ডিজাইনার সব্যসাচীর তৈরি শাড়িতে ‘সেক্সি’ শব্দটির ভিন্ন মাত্রা দিয়েছেন মোহময়ী প্রিয়াঙ্কা। যৌন আবেদনে পরিপূর্ণ ছবিগুলো এ পর্যন্ত নায়িকার অন্যতম সেরা অভিব্যক্তি ধরে রাখতে সফল।




 

পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই উত্তাপ শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্ব সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যাশন, যা বহু সময়েই প্রাচীন ঐতিহ্য থেকে উদ্ভূত হয়। ঋতু বদলে গেলেও তা কখনো স্টাইলের দিগন্ত থেকে মুছে যায় না। ভারতের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ ও স্বীকৃত পোশাক শাড়ি। আমার কাছে তার সৌন্দর্য শুধুমাত্র বস্ত্র বা নকশা বোঝায় না। তার বৈচিত্রই হলো সবচেয়ে চিত্তাকর্ষক। শাড়ি নারীর আভিজাত্য, নারীত্ব ও শক্তির দ্যোতক। যখনই শাড়ি পরি, এক সুন্দর অনুভূতি জাগে।’


ফটোশুটে অনন্য ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটলেও ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন প্রিয়াঙ্কার পরবর্তী ছবি নিয়ে। আগামী অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম ও রোহিত শরাফ। সোনালি বসুর নির্দেশনায় পর্দায় আরও দেখা যাবে মাইন্ডি কেলিংকেও।


মা দিবসে জানালেন কবে মা হচ্ছেন প্রিয়াঙ্কা

মা দিবসে জানালেন কবে মা হচ্ছেন প্রিয়াঙ্কা

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
বিয়ের পর পাঁচ মাস কেটে গেছে। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে প্রিয়াঙ্কা চোপড়ার কোলজুড়ে আসবে ফুটফুটে সন্তান। নিরাশ করছেন না এ বিশ্বতারকাও। বললেন, মা হওয়ার জন্য মুখিয়ে আছেন তিনিও।


গত বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। মা হবেন কবে? গণমাধ্যমের মুখোমুখি হলেই এ প্রশ্ন অবধারিত। আজ মা দিবস। দিবসটি উপলক্ষে একই প্রশ্নের সম্মুখীন হলেন। পিসি বললেন, একদিন নিশ্চয়ই মা হবেন তিনি।


মা হতে চান? এমন প্রশ্নের জবাবে ইঅনলাইন ডটকমকে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘হ্যাঁ। সব সময়। সর্বদাই হতে চাই। আমার মনে হয় আপনিও জানেন, ঈশ্বর যেদিন চাইবেন, সেদিনই হব।’


নিকের সঙ্গে বিয়ের দুই মাস আগে, গত বছরের অক্টোবরে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমার খুব কম বন্ধুরই বাচ্চা রয়েছে। আমি মনে মনে বলি, ওহ ঈশ্বর, বাচ্চা নিতে চাই!’


ডিসেম্বরে ২৬ বছরের নিকের সঙ্গে পাকাপাকি গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা। বিয়ের পরে আয়োজন করেন বেশ কয়েকটি অভিজাত অভ্যর্থনার। ২০১৭ সালের মেট গালায় কিংবদন্তি ডিজাইনার রালফ লরেনের পোশাক পরে একসঙ্গে লালগালিচায় হাঁটেন তাঁরা। এর পরেই তাঁদের রোমান্সের গুঞ্জন শুরু হয়।


এবারের ৭২তম মেট গালায় ভিন্নরূপে আবির্ভূত হন প্রিয়াঙ্কা চোপড়া। মুখখানি চেনা হলেও পুরো সাজে অনেকটাই অচেনা ছিলেন ৩৬ বছরের এ সুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাঁর অদ্ভুত সাজ নিয়ে নানা বিদ্রুপ হয়েছে। মিমে সয়লাব হয়েছে নেট দুনিয়া।


প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’-এ দেখা গিয়েছে। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র পর তাঁকে আর বলিউডি সিনেমায় দেখা যায়নি।


প্রিয়াঙ্কাকে আগামীতে ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন পিসি। সূত্র : হিন্দুস্তান টাইমস

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three