অনলাইন ডেস্ক:
বিয়ের পর পাঁচ মাস কেটে গেছে। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে প্রিয়াঙ্কা চোপড়ার কোলজুড়ে আসবে ফুটফুটে সন্তান। নিরাশ করছেন না এ বিশ্বতারকাও। বললেন, মা হওয়ার জন্য মুখিয়ে আছেন তিনিও।
গত বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। মা হবেন কবে? গণমাধ্যমের মুখোমুখি হলেই এ প্রশ্ন অবধারিত। আজ মা দিবস। দিবসটি উপলক্ষে একই প্রশ্নের সম্মুখীন হলেন। পিসি বললেন, একদিন নিশ্চয়ই মা হবেন তিনি।
মা হতে চান? এমন প্রশ্নের জবাবে ইঅনলাইন ডটকমকে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘হ্যাঁ। সব সময়। সর্বদাই হতে চাই। আমার মনে হয় আপনিও জানেন, ঈশ্বর যেদিন চাইবেন, সেদিনই হব।’
নিকের সঙ্গে বিয়ের দুই মাস আগে, গত বছরের অক্টোবরে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমার খুব কম বন্ধুরই বাচ্চা রয়েছে। আমি মনে মনে বলি, ওহ ঈশ্বর, বাচ্চা নিতে চাই!’
ডিসেম্বরে ২৬ বছরের নিকের সঙ্গে পাকাপাকি গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা। বিয়ের পরে আয়োজন করেন বেশ কয়েকটি অভিজাত অভ্যর্থনার। ২০১৭ সালের মেট গালায় কিংবদন্তি ডিজাইনার রালফ লরেনের পোশাক পরে একসঙ্গে লালগালিচায় হাঁটেন তাঁরা। এর পরেই তাঁদের রোমান্সের গুঞ্জন শুরু হয়।
এবারের ৭২তম মেট গালায় ভিন্নরূপে আবির্ভূত হন প্রিয়াঙ্কা চোপড়া। মুখখানি চেনা হলেও পুরো সাজে অনেকটাই অচেনা ছিলেন ৩৬ বছরের এ সুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাঁর অদ্ভুত সাজ নিয়ে নানা বিদ্রুপ হয়েছে। মিমে সয়লাব হয়েছে নেট দুনিয়া।
প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’-এ দেখা গিয়েছে। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র পর তাঁকে আর বলিউডি সিনেমায় দেখা যায়নি।
প্রিয়াঙ্কাকে আগামীতে ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন পিসি। সূত্র : হিন্দুস্তান টাইমস