নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভগতপাড়া গ্রামকে বাদুড়ের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। আজ ২৫ আগষ্ট শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের আয়োজনে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ উপস্থিত থেকে এ ঘোষণা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার, বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচি, পরিবেশবাদি ও স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, কার্যকরী সদস্য মোকাররম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক এলাকাবাসি।
সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন বলেন, বাদুড় নিয়ে কল্পকাহিনীর কুসংস্কারের যুগ কেটে গেছে। এরা মানুষের উপকারই করে। বিশেষ করে কলা আর অ্যাভোকাডোসহ প্রায় ৩০০ রকমের গাছের বীজ ছড়াতে সাহায্য করে। আবার কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে। তাই মানবকল্যাণকারী ও পরিবেশ বান্ধব এ স্তন্যপায়ী প্রানীটি রক্ষা আমাদের দায়িত্ব।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বজলুর রশীদ বলেন, দেড় শতাধিক বছর পুরোনো প্রায় ৩ একরের বাঁশঝাড় ও দুটি বটগাছের মধ্যে প্রাকৃতিক ভাবে এখানে বাদুড়েরা নির্ভয়ে বসতি গড়েছে। এটি রক্ষায় পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধন ও অত্র এলাকাবাসি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। যার কারণে এখানকার স্তন্যপায়ী এ প্রাণীর সংখ্যা দিন দিন বেড়েছে। তাদের এই আবাসস্থল ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন রয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা অব্যহত থাকবে।