দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি গাড়িতেই আগুন লেগে বাস ও ট্রাকের দুই চালকই দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী বাস কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং বিপরীতমুখী একটি ট্রাকের (যশোর-ড-১১-৪১৩২) মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রাত ১০ টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব জানান, দুর্ঘটনার পর বাসে আগুন ধরে য়ায়। এ সময় যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করে বাস থেকে নেমে পড়ে। আগুনের কারণে আশপাশের মানুষও ভয়ে দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেননি। এদিকে এই ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে রাত ১ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।