বীরগঞ্জে স্লুইস গেটে প্রাণহানী রোধে সচেনতা সৃষ্টির লক্ষ্যে এসএবিডির স্মারকলিপি

admin August 28, 2018

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী স্লুইস গেটে প্রাণহানীর কারণ উদঘাটন এবং প্রতিকারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্লুইস গেটে প্রাণহানীর কারণ উদঘাটন এবং প্রতিকারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ (এসএবিডি)।



[চাকরির খোঁজে এসে গণধর্ষণের শিকার যুবতী]

প্রায় প্রতি বছর বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদী স্লুইস গেটে গোসল করতে গিয়ে সচেতনতার অভাবে বেশ কিছু শিশু ও তরুণের প্রাণহানী হয়েছে। এদের বেশির ভাগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর অকাল মৃত্যুর সাথে অনেক পরিবারের সন্তানকে নিয়ে দেখা স্বপ্নের সমাধি হয়েছে। সঙ্গত কারণেই বিষয়টি সকলকেই ভাবিয়ে তুলেছে। একারণে প্রশাসনের পক্ষ থেকে স্লুইজ গেটে প্রাণহানীর কারণ উদঘাটন এবং প্রতিকারের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে ওই স্মারকলিপি প্রদান করেছেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ।



[জামাই-শ্বাশুড়ির পরকীয়ার পর বিয়ে, জামাইয়ের রহস্যজনক মৃত্যু]

এ সময় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. নুর ইসলামা নুর, উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, এসএবিডির সভাপতি মোঃ আল-মামুন, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান সুজন, সদস্য মো. শামীম রানা, মোঃ জাকির হোসেন, আল-মামুন ও ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, এ পর্যন্ত পৌর শহরের ঢেপা নদী স্লুইস গেটে গোসল করতে গিয়ে আনুমানিক ১০ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগ বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সর্বশেষ চলতি বছরের গত ২১ জুলাই গোসল করতে গিয়ে মো. রাজু (১৬) এবং মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে দুই শিক্ষার্থী অকাল মৃত্যু বরণ করেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three