Showing posts with label ব্রহ্মপুত্র. Show all posts
Showing posts with label ব্রহ্মপুত্র. Show all posts
রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন থামাতে নদের পাড়ে প্রার্থনা

রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন থামাতে নদের পাড়ে প্রার্থনা

admin August 10, 2018

এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ নাম, খতমে খাজনা, ইউনুছ খতম, দোয়া মাহফিল


রৌমারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে খতমে খাজনা, খতমে ইউনুছ, দোয়া মাহফিলসহ এক লক্ষ ২৪ হাজার আল্লাহ নাম লিখে নদে ফেলা হয়েছে।


Rowmari-Kurigram-Photo-11


আজ শুক্রবার জুমা’র নামাজ আদায় শেষে বিকাল ৩ টার দিকে উপজেলা বাগুয়ারচর নৌকাঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে এলাকাবাসী গাছ,বাঁশ ফেলে রোধে চেষ্টাসহ বাইটকামারী ক্বওমি মাদ্রাসার মাওলানা মো. আব্দুল বাছেদ মাদ্রাসার ছাত্রসহ এলাকার মুসল্লীদের সাথে নিয়ে নদের ভ্ঙান রোধে খতমে খাজনা, খতমে ইউনুছসহ এক লক্ষ ২৪হাজার বার আল্লাহ্র নাম কাগজে লিখে ময়দা দিয়ে গুটি তৈর করে চার কিলোমিটার ভাঙন এলাকা জুড়ে নদে পানিতে ফেলা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আনন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আব্দুল কাদের যুদ্ধাহতমুক্তিযোদ্ধা, সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মাস্টার প্রমূখ।


ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে শুরু হয় ভাঙন। গত ৯ দিনে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর বলদমারা নৌকাঘাট, পশ্চিম পাখিউড়া, বাইসপাড়াসহ প্রায় দুই কি.মি. এর বেশি এলাকায় গাছ ফেলে ভাঙন রোধের চেষ্টা করেন এলাকাবাসী। তাতেও কাজ না হওয়ায় বাধ নির্মাণের দাবিতে গত ৬ আগস্ট নদীপাড়ে মানবন্ধন করা হয়। এ পর্যন্ত ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে ২০০ টিরও বেশি পরিবারের সবকিছু। ভাঙন অব্যাহত থাকায় প্রতি মুহূর্তে মাথা গোঁজার ঠাই হারানোর আতঙ্ক নিয়ে আছেন নদীপারের মানুষ। বাঁধ নির্মাণে ‌'তীর সংরক্ষণ প্রকল্পের' জন্য বরাদ্দ ছিল ৯০ লাখ টাকা। পুরো কাজ না হওয়ায় ভাঙনের কবলে পড়েছে এ উপজেলার নদী পাড়ের মানুষ।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three