রৌমারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে সাবেক এমপি জাকিরের সহযোগী সেকেন্দার আলী বাবলু (৩৪) কে ঘর থেকে ডেকে নিয়ে বেদম মারপিট করেছে দুর্বৃত্বরা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বন্দবেড় ইউনিয়নের উত্তর বাইটকামারি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি রৌমারী হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
এলাকাবাসি ও পরিবার সুত্রে জানা গেছে, ৭/৮ জনের একটি দুর্বৃত্বের দল রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকা সেকেন্দার আলী বাবলুকে বাহির থেকে ডেকে ঘর থেকে বেড় করে কিছু বুঝে উঠার আগেই এলোপাতারি মারপিট শুরু করে দুর্বৃত্বরা। বাড়িতে থাকা তার স্ত্রী সুফিয়া খাতুনের ডাক চিৎকার শুনে গ্রামবাসি এগিয়ে আসলে দুর্বৃত্বরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় গ্রামবাসিরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে।
রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জোবায়ের আহমেদ শিমুল জানান, আহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।