রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় ঠাকুরগাঁওয়ে দুই গৃহবধুকে মারপিটের অভিযোগ

admin August 23, 2018

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় দুই গৃহবধুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা। বর্তমানে তারা মারাত্মক আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই গৃহবধু হলেন- আক্তারা বেগম (২৮) ও লিলুফা বেগম (২৫)।


স্থানীয়রা জানান, চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় এর প্রতিবাদ ও বাঁশের বেড়া খুলে দিতে গেলে তাদের চাচাশ্বশুরসহ তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় তাদের আমাদেরকে বেধরক মারপিট করে জখম করে। পরে ওই দুই নারীর পরিবারের সদস্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।


হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই গৃহবধু অভিযোগ করে জানান, আমাদের রাস্তায় চলাচলে বেড়া দিয়ে বাঁধা সৃষ্টি করায় আমরা এর প্রতিবাদ করি এবং তা সরিয়ে দিতে গেছে চাচা শ্বশুর রুস্তম আলী, তার ছেলে ফজলু, সোহরাব ও তাদের স্ত্রী বিউটি বেগম, তছলিমা বেগম আমাদের মারপিট করে জখম করে। আমরা এর বিচার চাই।


হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বলেন, আহত দুই গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


অভিযুক্ত চাচা শ্বশুর রুস্তম আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।


এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, বিষয়টি আমি শুনেছি। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three