রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রাজশাহীর শাহমুখদুম বিমানবন্দরে নভোএয়ারের এক যাত্রীর কাছ থেকে ২৭টি গুলিসহ পিস্তল জব্দ করা হয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় এসএম হাসান (৭০) নামে এক ব্যক্তি এই অস্ত্র-গুলি বহন করছিলেন।
রাজশাহী-ঢাকা রুটের নভোএয়ারের এই যাত্রী রাজশাহী শহরের বোয়ালিয়া থানার উপশহর এলাকার বাসিন্দা। ব্যবস্থাপক সেতাফুর বলেন এই যাত্রী রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য তার লাইসেন্স করা অস্ত্র-গুলি নিয়ে বন্দরে আসেন।
নিয়ম অনুযায়ী তিনি অস্ত্র বহনের কথা আগে ঘোষণা করেননি। পরে নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে একটি বিদেশি পিস্তল ও ২৭ রাউন্ড গুলি মেলে। ওই যাত্রী দাবি করেছেন আগে ঘোষণার নিয়ম সম্পর্কে তিনি জানতেন না।
তার অস্ত্র-গুলি বিমান বন্দর থানায় জমা দেওয়া হয়েছে। পরে তাকে ছেড়ে দিলে তিনি নভোএয়ারেই ঢাকার পথে রওনা হন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি বন্দর ব্যবস্থাপক সেতাফুর রহমান।