রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
রাণীশংকৈল প্রতিরক্ষা অবসর প্রাপ্ত সৈনিক কণ্যাণ সংস্থা (রাহবা)’র সভাপতির পদ থেকে এজেড সুলতান আহম্মেদকে বহিস্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মাতিক্রমে তাকে বহিষ্কার করা হয়।
রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। যা মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে বেশ অবদান রাখতে সক্ষম হয়েছে।
সভা সূত্র জানায়, সংগঠনের সংবিধানের ০৯ (৩ ও ১৭) ধারা মোতাবেক তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। সভাপতির সকল দায়িত্ব চলমান কমিটির সহ-সভাপতি মো. জিয়াউর রহমানের উপর অর্পণ করা হয়েছে। সহ-সভাপতি জিয়াউর রহমান সংবিধান মোতাবেক পরিচালনা করবেন বলে সংস্থা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।