সন্ত্রাসবাদে ইন্ধনের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা

admin August 26, 2018

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার অভিযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের হয়েছে। এতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে ইন্ধনের পাশাপাশি দেশের সম্মানহানির অভিযোগ এনেছেন জনৈক ব্যক্তি। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা। খবর জি নিউজ চব্বিশ ঘণ্টার।


খবরে বলা হচ্ছে, সুধীর কুমার ওঝা নামে এক জনৈক আইনজীবীর দায়ের করা ওই মামলায় রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার জার্মানিতে এক আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, 'দেশের প্রত্যেক নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না হলে আইএস-এর মতো সংগঠন তৈরি হতেই পারে।' রাহুল গান্ধীর এই মন্তব্য সন্ত্রাসবাদকে ইন্ধনের সামিল বলে দাবি অভিযোগকারীর।



[অপ্রতিরোধ্য অগ্রগতি: একুশ শতকেই অর্ধ দুনিয়া থাকবে চীনের হাতে]


একই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির সম্মানহানির অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। মামলাকারীর দাবি, ভারতে নারী নির্যাতনের জন্য এদেশের সংস্কৃতিকে দায়ী করেছেন রাহুল গান্ধী। যা এদেশের সংস্কৃতিকে অপমানের সামিল। একই সঙ্গে বিদেশের মাটিতে রাহুল ভারতের মাথা হেঁট করে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।


বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক আলোচনাসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই রাহুল গান্ধীর নানা মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার লন্ডনে এক আলোচনাসভায় আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন রাহুল। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three