Showing posts with label র‌্যাবের অভিযান. Show all posts
Showing posts with label র‌্যাবের অভিযান. Show all posts
পাটগ্রামে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ জেএমবির চার সক্রিয় সদস্য গ্রেপ্তার

পাটগ্রামে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ জেএমবির চার সক্রিয় সদস্য গ্রেপ্তার

admin August 09, 2018

রংপুর এক্সপ্রেস: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএমবির (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। গতকাল রাতে লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর আজ  বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।


আটককৃতরা হলো- পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে আপেল মিস্ত্রি (৩০), সরদার পাড়া গ্রামের সরদার মুজিবুর রহমানের ছেলে জাহিদ হোসেন (১৯), রসুলগঞ্জের মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম শফিক (২৩), সোহাগপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০)। এরা সবাই জেএমবির সক্রিয় সদস্য।


তারা পাটগ্রাম পৌর এলাকার এমএম প্লাজা মার্কেটের উত্তর পার্শ্বে একটি ফার্নিচারের দোকানে থেকে ছদ্মবেশে তাদের কার্যক্রম চালাচ্ছিল। ওই ফার্নিচারের দোকানটির মালিক গ্রেপ্তারকৃত জঙ্গি আপেল মিস্ত্রী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় কার্যক্রম চালাচ্ছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।


এ সময় তাদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ২টি দেশীয় ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড ওয়ান স্যুটার গান এর গুলি, ধর্মীয় উস্কানীমূলক ও উগ্রবাদী বিপুল পরিমান বইপত্র, লিফলেট এবং জঙ্গিবাদের কাজে ব্যবর্হত ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা গত এক-দেড়বছর যাবৎ গোপণে থেকে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলো এবং নাশকতার পরিকল্পনা করছিল। র‌্যাব জানায়, তারা জঙ্গি সংগঠনে তরুনদের উদ্ভূদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ, সংগৃহীত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহসহ ইত্যাদি কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল। আটকৃতদের উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, জঙ্গিরা বৃহত্তর রংপুর অঞ্চলে ও পাটগ্রাম এলাকায় তাদের বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা করছিল।


র‌্যাব-১৩ জানায়, জেএমবির সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চালানো হচ্ছে, তাদের অভিযান অব্যাহত থাকবে। আর গ্রেপ্তারকৃত জঙ্গিদের শিগগিরই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানায় র‌্যাব-১৩।



[কেন বাংলাদেশের ট্যোবাকো খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ জাপানি কোম্পানির]

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three