Showing posts with label জেএমবি. Show all posts
Showing posts with label জেএমবি. Show all posts
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে ৬ জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে ৬ জেএমবি সদস্য গ্রেফতার

admin August 31, 2018

সারাদেশ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশাল থেকে ছয় জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এরমধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।


র‌্যাব ৫-এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারইপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩২), চর বোয়ালমারী আদর্শ গ্রামের মকবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন মুরসালিন (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পশ্চিম কোদালকাটি মধ্যচর এলাকার গোলাম রাব্বানীর ছেলে ইসমাইল হোসেন (৩২), রুস্তম আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আইনুদ্দিন মণ্ডলের ছেলে আবদুল মতিন (৪০)।


র‌্যাব কর্মকর্তা আশরাফুল বলেন, জেএমবি সদস্যরা সীমান্ত এলাকার চরে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তাল, একটি ম্যাগাজিনসহ চারটি গুলি ও চারটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এদিকে, বরিশালে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সন্দেহভাজন এক সদস্যকে অস্ত্রসহ আটক করার কথা জানিয়েছে র‌্যাব।


র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজীব বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দড়গা বাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল মিরাজ নামে ২৫ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়। আটক মিরাজ বরগুনা সদরের মনশাতলী এলাকার ইব্রাহিম খলিলের ছেলে। তাকে জেএমবি সদস্য বলা হলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি র‌্যাবের পক্ষ থেকে। মেজর সজীব বলেন, মিরাজের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ১৫টি ইলেকট্রনিক সার্কিট, একটি তাঁতাল, দুটি হেক্সো বেøড, ১৬টি উগ্র মতবাদের বই, একটি সিডি, একটি টেবিল ঘড়ি, একটি মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করেছেন তারা।

১৩ বছর পূর্তি জেএমবির সিরিজ বোমা হামলার, কুড়িগ্রামে সমাবেশ

১৩ বছর পূর্তি জেএমবির সিরিজ বোমা হামলার, কুড়িগ্রামে সমাবেশ

admin August 17, 2018

কুড়িগ্রাম: বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি)র সিরিজ বোমা হামলার ১৩ বছর আজ। ভয়াবহ এ বোমা হামলার প্রতিবাদে সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা বদরুল আলম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জেএমবির মুল হোতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের শাস্তি হলেও তাদের মদদ দাতাদের শাস্তি হয়নি এখনও। মদদ দাতাতের শনাক্ত করে শাস্তির দাবী জানান তারা।


২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন সকাল সাড়ে বেলা ১১ থেকে সাড়ে ১১টার মধ্যে মধ্যে দেশের ৬৩ জেলার প্রেসক্লাব, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪ টিসহ সাড়ে ৪শ’ স্পটে প্রায় ৫শ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় দুই জন মারা যায় এবং আহত হয় দু’শতাধিক মানুষ। ওই দিন কুড়িগ্রাম জেলা জজ আদালত প্রাঙ্গন ও কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা হামলা করে তারা। বিস্ফোরণ স্থলে লিফলেট রেখে আত্ম প্রকাশ করে তারা। তবে এতে কেউ হতাহত না হলেও আতংক ছড়িয়ে পড়ে গোটা জেলায়।


জেএমবির সিরিজ বোমা হামলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১শ ৬১টি মামলা হয়। এর মধ্যে এখন পর্যন্ত বিচার কাজ শেষ হয়েছে ১শ ০২টি মামলার। নিষ্পত্তিকৃত মামলাগুলোয় শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ৩৫ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৩১ জনকে। বিভিন্ন মেয়াদে আরও ১৮৪ জনকে সাজা দেওয়া হয়। খালাস পান ১১৮ জন।

পাটগ্রামে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ জেএমবির চার সক্রিয় সদস্য গ্রেপ্তার

পাটগ্রামে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ জেএমবির চার সক্রিয় সদস্য গ্রেপ্তার

admin August 09, 2018

রংপুর এক্সপ্রেস: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএমবির (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। গতকাল রাতে লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর আজ  বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।


আটককৃতরা হলো- পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের লুৎফর রহমানের ছেলে আপেল মিস্ত্রি (৩০), সরদার পাড়া গ্রামের সরদার মুজিবুর রহমানের ছেলে জাহিদ হোসেন (১৯), রসুলগঞ্জের মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম শফিক (২৩), সোহাগপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০)। এরা সবাই জেএমবির সক্রিয় সদস্য।


তারা পাটগ্রাম পৌর এলাকার এমএম প্লাজা মার্কেটের উত্তর পার্শ্বে একটি ফার্নিচারের দোকানে থেকে ছদ্মবেশে তাদের কার্যক্রম চালাচ্ছিল। ওই ফার্নিচারের দোকানটির মালিক গ্রেপ্তারকৃত জঙ্গি আপেল মিস্ত্রী। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় কার্যক্রম চালাচ্ছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।


এ সময় তাদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ২টি দেশীয় ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড ওয়ান স্যুটার গান এর গুলি, ধর্মীয় উস্কানীমূলক ও উগ্রবাদী বিপুল পরিমান বইপত্র, লিফলেট এবং জঙ্গিবাদের কাজে ব্যবর্হত ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা গত এক-দেড়বছর যাবৎ গোপণে থেকে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলো এবং নাশকতার পরিকল্পনা করছিল। র‌্যাব জানায়, তারা জঙ্গি সংগঠনে তরুনদের উদ্ভূদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ, সংগৃহীত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহসহ ইত্যাদি কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল। আটকৃতদের উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, জঙ্গিরা বৃহত্তর রংপুর অঞ্চলে ও পাটগ্রাম এলাকায় তাদের বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা করছিল।


র‌্যাব-১৩ জানায়, জেএমবির সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চালানো হচ্ছে, তাদের অভিযান অব্যাহত থাকবে। আর গ্রেপ্তারকৃত জঙ্গিদের শিগগিরই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানায় র‌্যাব-১৩।



[কেন বাংলাদেশের ট্যোবাকো খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ জাপানি কোম্পানির]

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three