বলা যায়, আমি একটু ভোজনরসিক। খেতে পছন্দ করি। রান্না করতেও। এবারের ঈদেও আমার বিশেষ রান্না থাকবে। বাসার জন্য এটা তৈরি করবো।
এটাও একধরনের আনন্দ। আর এ সময়টা আমি খাওয়া দাওয়ার ওপর বিধি নিষেধ উঠিয়ে দেই। মুখরোচক সব খাবারের ভিড়ে নিজেকে আটকে রাখা কষ্টকর। মনে যা ইচ্ছে করে, তা-ই খাই। পুরো সপ্তাহজুড়ে এভাবেই চলি। বিশেষ করে ঈদের দিন আমি খাওয়ার বিষয়ে বাধাহীন থাকি।
এরপর না হয় যখন কাজে ফিরব- তখন আবার নিজেকে সামলে নেব। আর এবারের ঈদটা কাটবে ‘পাসওয়ার্ড’ ছবিকে ঘিরে। দর্শকদের সঙ্গে ছবিও দেখব। হলে হলে গিয়ে তাদের প্রতিক্রিয়াও দেখব।
আমার মতে শুধু ঈদে নয়, এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’। সবাইকে বলবো, আপনার ঈদের আনন্দ ‘পাসওয়ার্ড’-এর সঙ্গে ভাগ করে নিন।