ঈদের দিন নিজেকে আটকে রাখতে পারি না

admin June 05, 2019

বলা যায়, আমি একটু ভোজনরসিক। খেতে পছন্দ করি। রান্না করতেও। এবারের ঈদেও আমার বিশেষ রান্না থাকবে। বাসার জন্য এটা তৈরি করবো।


এটাও একধরনের আনন্দ। আর এ সময়টা আমি খাওয়া দাওয়ার ওপর বিধি নিষেধ উঠিয়ে দেই। মুখরোচক সব খাবারের ভিড়ে নিজেকে আটকে রাখা কষ্টকর। মনে যা ইচ্ছে করে, তা-ই খাই। পুরো সপ্তাহজুড়ে এভাবেই চলি। বিশেষ করে ঈদের দিন আমি খাওয়ার বিষয়ে বাধাহীন থাকি।


এরপর না হয় যখন কাজে ফিরব- তখন আবার নিজেকে সামলে নেব। আর এবারের ঈদটা কাটবে ‘পাসওয়ার্ড’ ছবিকে ঘিরে। দর্শকদের সঙ্গে ছবিও দেখব। হলে হলে গিয়ে তাদের প্রতিক্রিয়াও দেখব।


আমার মতে শুধু ঈদে নয়, এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’। সবাইকে বলবো, আপনার ঈদের আনন্দ ‘পাসওয়ার্ড’-এর সঙ্গে ভাগ করে নিন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three