নীলফামারী: আগামী ২৯ আগস্ট বুধবার নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আগত শ্রীলঙ্কান ফুটবল দলকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয়েছে। আজ ২৭ আগস্ট, সোমবার সকাল ১১ টায় বিমানবন্দরে নভো এয়ারের একটি এয়ারপ্লেন যোগে ঢাকা থেকে সৈয়দপুরে এসে পৌছে।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ, এএসপি অশোক কুমার পাল, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ওসি শাহজাহান পাশা, দৈনিক মুক্তভাষার ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহজাহান আলী মনন এবং ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুর নেতৃত্বে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ।
[ইয়াবাসহ মুক্তিযোদ্ধার মাদকসম্রাজ্ঞী পুত্রবধু আটক]
শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। পুরো শহর জুড়ে রাস্তার দুধারে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ বাংলাদেশ ও শ্রীলঙ্কার পতাকা বহন করে স্বাগতম জানায়। পরে শ্রীলঙ্কান ফুটবল দল সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশ্যে চলে যায়।