Showing posts with label সাকিব আল হাসান. Show all posts
Showing posts with label সাকিব আল হাসান. Show all posts
সাকিবের সামনে আরও একটি রেকর্ড

সাকিবের সামনে আরও একটি রেকর্ড

admin June 07, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে আরও একটি রেকর্ডের সামনে সাকিব আল হাসান। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৬৪ রান করার পাশাপাশি বল হাতে ৪৭ রানের খরচায় শিকার করেন ২ উইকেট।


আফ্রিকার বিপক্ষে এই অলরাউন্ড নৈপুণ্যের মধ্যে দিয়ে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্তু ২২বার পঞ্চাশ বা তার বেশি রান করার পাশাপাশি সর্বনিম্ন দুটি উইকেট শিকার করেন তিনি। ২৩বার এই রেকর্ড গড়ে শীর্ষে রয়েছেন জ্যাক ক্যালিস। তাকে ছাড়িয়ে যেতে আর মাত্র দুই ম্যাচে এমন কৃর্তি গড়তে হবে সাকিবকে।


শুধু তাই নয়, দ্রুততম অলরাউন্ডার হিসেবে ব্যাট হাতে ৫ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট শিকার করে সম্প্রতি জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যান সাকিব।


নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ স্পিনারের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৬১ উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।


কিউইদের ১৫২ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ৮৯ উইকেট শিকার করেন অনীল কুম্বলে। ৬৫ উইকেট শিকার করেন সাকিব। আর ৬৪ উইকেট শিকার করেন হরভজন সিং। সূত্র: ক্রিকইনফোইএসপিএন

সাকিব আল হাসানের দুশ’তম ম্যাচ আজ

সাকিব আল হাসানের দুশ’তম ম্যাচ আজ

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২শ’তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই লাল-সবুজ জার্সি গায়ে ২শ’তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন সাকিব।


এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।


সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২শ’ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেট রক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম। মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২শ’ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাকিব

বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাকিব

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ইংল্যান্ড ও ভারত ফেভারিটের মর্যাদা নিয়ে এই বিশ্বকাপ খেলতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করিয়ে দিলেন ক্রিকেট খেলা হয় মাঠে, কাগজে-কলমে নয়। তাই যে কোনও ‍কিছু ঘটতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ দেখছেন তিনি।


ভারতের ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া সাক্ষাৎকারে সাকিব বাংলাদেশকে নিয়ে নিজের ভাবনার কথা জানান, ‘আমি মনে করি এইবার সত্যিই টুর্নামেন্ট জেতার সুযোগ আছে। টুর্নামেন্টের ফরম্যাট মাথায় রেখে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমরা নকআউটে উঠবো এবং সেখান থেকে আরও সামনে যেতে পারবো। এবার আমরা ভালো কিছু করবো আমি বিশ্বাস করি।’


ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে প্রথম কোনও ট্রফি জেতার আত্মবিশ্বাস বাংলাদেশ কাজে লাগাবে মনে করেন সাকিব, ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি চাই যে বাংলাদেশ এইবার ট্রফি জিতুক। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে অনেকগুলো ব্যাপার একসঙ্গে কাজে লাগাতে হবে। আমি আইপিএলে বেশি ম্যাচ খেলিনি, অনেক খাটতে হয়েছে। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ ছিল। সেই অনুশীলন সেশনে আমি আমার সবটুকু দিয়েছি এবং চেষ্টা করেছি সেখান থেকে নিজের সেরাটা বের করে আনতে।’


গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নামডাক কুড়িয়েছে বাংলাদেশ। কিন্তু সাকিব এখনও চিন্তিত দলের বোলিং আক্রমণ নিয়ে। তবে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে সহায়তা করবে বিশ্বাস শীর্ষ অলরাউন্ডারের, ‘আমি মনে করি আমাদের খুব ভালো দল আছে। আমি বোলিং নিয়ে একটু চিন্তিত, নতুন বল ও ডেথ বল নিয়ে। কিন্তু আমি খুব আশাবাদী। আমাদের অভিজ্ঞতা আছে, তিন থেকে চারটি বিশ্বকাপ খেলেছে এমন খেলোয়াড় আছে। শুরুতেই আমাদের ভালো করতে হবে। আমি আত্মবিশ্বাসী, যে কেউ নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। এই সময়ে ধারাবাহিকতাটা জরুরি।’ গালফ নিউজ

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three