বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাকিব

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ইংল্যান্ড ও ভারত ফেভারিটের মর্যাদা নিয়ে এই বিশ্বকাপ খেলতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করিয়ে দিলেন ক্রিকেট খেলা হয় মাঠে, কাগজে-কলমে নয়। তাই যে কোনও ‍কিছু ঘটতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ দেখছেন তিনি।


ভারতের ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া সাক্ষাৎকারে সাকিব বাংলাদেশকে নিয়ে নিজের ভাবনার কথা জানান, ‘আমি মনে করি এইবার সত্যিই টুর্নামেন্ট জেতার সুযোগ আছে। টুর্নামেন্টের ফরম্যাট মাথায় রেখে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমরা নকআউটে উঠবো এবং সেখান থেকে আরও সামনে যেতে পারবো। এবার আমরা ভালো কিছু করবো আমি বিশ্বাস করি।’


ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে প্রথম কোনও ট্রফি জেতার আত্মবিশ্বাস বাংলাদেশ কাজে লাগাবে মনে করেন সাকিব, ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি চাই যে বাংলাদেশ এইবার ট্রফি জিতুক। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে অনেকগুলো ব্যাপার একসঙ্গে কাজে লাগাতে হবে। আমি আইপিএলে বেশি ম্যাচ খেলিনি, অনেক খাটতে হয়েছে। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ ছিল। সেই অনুশীলন সেশনে আমি আমার সবটুকু দিয়েছি এবং চেষ্টা করেছি সেখান থেকে নিজের সেরাটা বের করে আনতে।’


গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নামডাক কুড়িয়েছে বাংলাদেশ। কিন্তু সাকিব এখনও চিন্তিত দলের বোলিং আক্রমণ নিয়ে। তবে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে সহায়তা করবে বিশ্বাস শীর্ষ অলরাউন্ডারের, ‘আমি মনে করি আমাদের খুব ভালো দল আছে। আমি বোলিং নিয়ে একটু চিন্তিত, নতুন বল ও ডেথ বল নিয়ে। কিন্তু আমি খুব আশাবাদী। আমাদের অভিজ্ঞতা আছে, তিন থেকে চারটি বিশ্বকাপ খেলেছে এমন খেলোয়াড় আছে। শুরুতেই আমাদের ভালো করতে হবে। আমি আত্মবিশ্বাসী, যে কেউ নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। এই সময়ে ধারাবাহিকতাটা জরুরি।’ গালফ নিউজ

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three