Showing posts with label স্পেসএক্স. Show all posts
Showing posts with label স্পেসএক্স. Show all posts
নতুন স্টারহপার রকেটের পরীক্ষায় স্পেসএক্স

নতুন স্টারহপার রকেটের পরীক্ষায় স্পেসএক্স

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
আসন্ন এক পরীক্ষামূলক উড্ডয়নে স্টারহপার রকেট উৎক্ষেপণ করবে স্পেসএক্স। এটি আকাশে ১৬,৪০০ ফুট ওপরে উঠবে বলে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক এক আবেদনে।


যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্স-এর উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই পরীক্ষা চালানো হবে, ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসিতে দাখিল করা ওই আবেদন থেকে এমন আভাস পাওয়া গিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।


চাঁদ ও মঙ্গলে যাত্রী পরিবহনে স্টারশিপ নামের বিশাল এক যাত্রীবাহী রকেটের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্টারহপার এই স্টারশিপেরই একটি মৌলিক সংস্করণ। স্টারশিপের মতো একই রকম কাঠামো হলেও স্টারহপার মূল সংস্করণ থেকে ছোট।


‘হপ টেস্ট’ বলতে পৃথিবী থেকে অল্প উচ্চতায় চালানো পরীক্ষাকে বোঝায়। এর সঙ্গে মিল রেখেই স্টারহপার নামটি রেখেছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটি।


স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেন, তিনটি ইঞ্জিন যোগ করে স্টারহপারের পরীক্ষা চালানো হবে। কিন্তু ছবিতে দেখা গেছে এখন পর্যন্ত রকেটটির সঙ্গে কোনো ইঞ্জিন লাগানো হয়নি।
পরীক্ষার জন্য এর আশপাশের এলাকার রাস্তা ২৮ মে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সামনের সপ্তাহেই রকেটটি পরীক্ষা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three