পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে দুস্থ্য শিশুদের মাঝে কাপড় বিতরণ করেছে স্বপ্নকথা সাহিত্য পরিষদ, রংপুর বিভাগ। স্বপ্নকথা সাহিত্য পরিষদের আয়োজনে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়।
শনিবান দুপুরে জেলা সদরের নজরুল পাঠাগারে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়। এসময় সমগ্রী পেয়ে আনন্দ উৎসাহে মেতে উঠে শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন, কবি সুমন রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (স্বসাপ), কবি নিলুফা ইয়াছমিন সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ), কবি মুক্তা খানম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ (স্বাসাপ), এ্যাড. আরাফাত হোসেন জনি সহ সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ) কবি আব্দুল্লাহ খান মামুন কার্যকরি সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ)।