Showing posts with label পঞ্চগড়. Show all posts
Showing posts with label পঞ্চগড়. Show all posts
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

admin June 15, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মানিক হোসেন (২৫) ও নয়ন ইসলাম (২২) নামে দুজন নিহত হয়েছে।


শুক্রবার (১৪ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক ওই উপজেলার বাদিয়াগছ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।


জানা যায়, পঞ্চগড় শহরে যাওয়ার সময় ব্যারিস্টার বাজারে রাস্তার মাঝে তাদের মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। এসময় তেঁতুলিয়া থেকে পাথর বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির শিমুল মানিকে মৃত ঘোষণা করেন।


এদিকে নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।


পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পঞ্চগড়ে ‘ভাই ভাই ঐক্য সামাজিক সংগঠনের’ উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

পঞ্চগড়ে ‘ভাই ভাই ঐক্য সামাজিক সংগঠনের’ উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

admin June 03, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীব পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে পুর্ব শিং পাড়া ভাই ভাই ঐক্য নামের একটি সামাজিক সংগঠন।


রবিবার (০২ জুন) বিকাল সাড়ে তিনটায় পঞ্চগড় সদরের পুর্ব শিং পাড়া গ্রামে সংগঠনের সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে ওই গ্রামের গরীব পরিবারের ৪০ জন ব্যক্তিকে সেমাই, চিনি, গুড়ো দূধ, গোসলের সাবান ও বাদামসহ কিচমিচ সম্বলিত একটি করে প্যাকেট ঈদ উপহার হিসেবে হাতে তুলে দেন সংগঠনটির সভাপতি মো. ময়নুল ইসলাম।


এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ঝনু, দপ্তর সম্পাদক রিপন হোসেন (নাজিম), প্রচার সম্পাদক তারেক হোসেনসহ এলাকার মান্যগন্য ব্যক্তিগণ।


উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার তিন মাসের মধ্যে এ ধরনের সেবামুলক কাজ করায় এলাকাবাসি এবং মান্যগন্য ব্যক্তিবর্গ প্রসংসা করেছেন। স্বেচ্ছায় রক্তদান, অন্যান্য সেবামূলক কাজ, কারো বিপদ আপদে এগিয়ে আসা এবং বাল্যবিবাহ, মাদক ইত্যাদি ক্ষতিকর কাজে সকলকে সচেতন করাই এ সংগঠনের উদ্দেশ্য উল্লেখ করে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম।


সংগঠনটির দপ্তর সম্পাদক রিপন হোসেন (নাজিম) বলেন মানবতার সেবাই মুলত ধর্মের আসল উদ্দেশ্য তাই আমারা ক্ষুদ্র হলেও একাজের উদ্যোগ নিয়েছি। শেষে গরীব বয়স্কদের প্রত্যেকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

পঞ্চগড়ে শিশুদের মাঝে স্বপ্নকথা সাহিত্য পরিষদের ঈদ উপহার বিতরণ

admin June 02, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে দুস্থ্য শিশুদের মাঝে কাপড় বিতরণ করেছে স্বপ্নকথা সাহিত্য পরিষদ, রংপুর বিভাগ। স্বপ্নকথা সাহিত্য পরিষদের আয়োজনে এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়।


শনিবান দুপুরে জেলা সদরের নজরুল পাঠাগারে এই ঈদ সমগ্রী বিতরণ করা হয়। এসময় সমগ্রী পেয়ে আনন্দ উৎসাহে মেতে উঠে শিশুরা।


এসময় উপস্থিত ছিলেন, কবি সুমন রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (স্বসাপ), কবি নিলুফা ইয়াছমিন সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ), কবি মুক্তা খানম সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ (স্বাসাপ), এ্যাড. আরাফাত হোসেন জনি সহ সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ) কবি আব্দুল্লাহ খান মামুন কার্যকরি সভাপতি রংপুর বিভাগ (স্বাসাপ)।


পঞ্চগড়ে ঈদ বাজারের শেষ সময়ে বেড়েছে কাপড়ের দাম

admin June 01, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন। এরি মধ্যে এই কয়েকটা দিনকে ঘিরে বৃদ্ধি করা হয়েছে পঞ্চগড়ে ঈদ মার্কেট গুলোই কাপড়ের দাম। তবে রমজানের শেষ দাম ক্রেতাদের নাগালের বাইরে হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা।


এদিকে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও দাম কমাচ্ছেনা বিক্রেতারা বলে অভিযোগ পাওয়া গেছে।


সরেজমিনে পঞ্চগড় জেলা শহরসহ জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেষ সময়ে ক্রেতাদের কাপড় কিনতে বেশি টাকা গুণতে হচ্ছে।পঞ্চগড় সেন্ট্রাল প্লাজায় কাপড় নিতে যাওয়া আয়শা সিদ্দিকা জানান, ঈদ উপলক্ষে নতুন কাপড় নিতে আসা। কিন্তু কাপড় পছন্দ হলেও বিক্রেতারা অনেক বেশি দাম চাচ্ছে।



নিশি জাহান নামে আরেকজন জানান, কম দামের কাপড়ের দামও বেশি নিচ্ছে বিক্রেতারা। যে জামার দাম ১৫শ টাকা সে জামা ৩৮শ টাকা চাচ্ছে।


রফিকুল ইসলাম নামে আরেকজন জানান, মেয়ের পাশাপাশি ছেলেদের কাপড়েও অনেক বেশি টাকা গুণতে হচ্ছে। যে পেন্টের দাম ৫শ টাকা সে প্যান্টে নিচ্ছে হাজার টাকা। তবে বিক্রেতাদের সাথে কথা বললে অতিরিক্ত দাম নেওয়ার কথা অস্বীকার করে জানান, ঈদ উপলক্ষে জিনিসপত্রের দাম একটু বেশি হওয়ায় ক্রেতাদের সাধ্যের মধ্যে কাপড়ের দাম নেওয়া হচ্ছে। একই অবস্থা পঞ্চগড় সদর সহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায়।


এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, দাম যেন ক্রেতাদের সাধ্যের মধ্যে হয় তাই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকছি।

সড়কে চা পাতা ফেলে প্রতিবাদ পঞ্চগড়ের চাষীদের

সড়কে চা পাতা ফেলে প্রতিবাদ পঞ্চগড়ের চাষীদের

admin May 28, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে কৃষকের উৎপাদিত চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা, ওজনের সময় পার্সেন্টেস কর্তন বন্ধ সহ চাষীদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চাষীরা।


সোমবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক চা চাষী পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কের শেরে বাংলা পার্কের সামনে চা পাতা ফেলে ও রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান। পঞ্চগড় জেলার চা চাষী/চা অধিকার বাস্তবায়ন কমিটির এই প্রতিবাদ সভার আয়োজন করে।


এসময় চা চাষী/চা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি সায়েদ আলী লিখিত বক্তব্যে জানান, জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে চা চাষী, চা বোর্ড ও কারখানার মালিকদের সাথে যৌথ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী যেখানে চা চাষীদের উৎপাদিত চা পাতার মূল্য প্রতি কেজির ২৪ টাকা নির্ধারণ করা হয়।


‘সেখানে চা কারখানার মালিকদের গঠিত সিন্ডিকেট সে সিদ্ধান্ত না মেনে প্রতি কেজি চা পাতা মাত্র ১৫ টাকায় কিনতে বাধ্য করছে।’


এছাড়াও প্রতি কেজি চা পাতার ওজনে ২৫% থেকে ৪০% কর্তন করছে। ফলে চা উৎপাদন করে চা চাষীরা চরম বিপাকে পড়েছেন। তাই এ অচিরেই এ অবস্থার পরিবর্তন না বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে চা চাষীরা বলে বিভিন্ন বক্তা উল্লেখ করেন।

পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin May 25, 2019

অনলাইন ডেস্ক:
অবশেষে স্বপ্নপূরণ হলো পঞ্চগড়বাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী চালু হলো বিরতিহীন আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের এই ট্রেনটির উদ্বোধন করেছেন। এর ফলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা রেল যোগাযোগ সম্পন্ন হলো।


ট্রেনটি চালু হলে উত্তরবঙ্গবাসীর পাশাপাশি বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত গমনেচ্ছুরাও অনেক উপকৃত হবেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের পাশাপাশি পঞ্চগড়বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পেল নতুন আরো একটি উপহার। ‘পঞ্চগড় কমলাপুর’ রেলস্টেশনের নামের পরিবর্তে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়’ করা হয়েছে। ট্রেনটির পাশাপাশি আজ এই রেলস্টেশনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।


মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ঈদের আগেই বৃহত্তর দিনাজপুরের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার এই ট্রেন। দ্রুতগতির এই ট্রেন ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দেবে ১০ ঘণ্টায়।


ট্রেনটি প্রতিদিন দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে রাত ১০টায় ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। যাওয়া ও আসার পথে ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামবে।


ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও ভাড়া একতা ও দ্রুতযানের সমান রাখা হয়েছে। ট্রেনটির ৩০ শতাংশ আসন পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ দিনাজপুর, ২৫ শতাংশ ঠাকুরগাঁও এবং ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত থাকবে। সব মিলে প্রায় এক হাজার যাত্রী বহন করবে ট্রেনটি।


এদিকে এই সময়ে প্রধানমন্ত্রী দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু, কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কাড্ডা-১, সাসেক সংযোগ সড়ক প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে বিমাইল সেতুরও উদ্বোধন করেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three