অনলাইন ডেস্ক:
বিনা খরচে বিদেশ গমন নিশ্চিতের পাশাপাশি অভিবাসী শ্রমিকদের কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটির সময় নিশ্চিতের দাবি জানিয়েছে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। মতবিনিময় সভায় ওয়ারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মে দিবসে তিন দফা দাবি সরকারি কলেজে বে-সরকারি কর্মচারীদের
news Video জাতীয় সরকারি কলেজে বে-সরকারি কর্মচারীঅনলাইন ডেস্ক:
বিভিন্ন সরকারি কলেজে বে-সরকারিভাবে কর্মরতদের চাকরি সরকারি করণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। শ্রমিক দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
তাদের তিন দফা দাবি হলো, বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে সরকারিকরণ করতে হবে, সরকারিকরণ পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে, প্রতিটি কলেজের অধ্যক্ষের হাতে বে-সরকারি কর্মচারীদেরকে সরকারিকরণের ক্ষমতা দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মো. দুলাল সরদার, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানসহ বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।
মে দিবসে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের র্যালি-সমাবেশ
news Video জাতীয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মহান মে দিবস র্যালি শাজাহান খান সমাবেশঅনলাইন ডেস্ক:
মহান মে দিবস উপলক্ষে নানা দাবিতে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং সাবেক সড়ক পরিবহন ও নৌ মন্ত্রী শাজাহান খান। এ সময় শ্রমিকরা ৮ ঘণ্টা কর্ম ও সম্মানজনক জীবন চাই, শ্রমিকদের অর্থদণ্ড ৫ লক্ষ টাকা মানি না মানব না, বর্তমান বাজার অনুযায়ী কমপক্ষে ১৫ হাজার টাকা সর্বনিম্ন বেতন ঘোষণা, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর ভূমিকা শীর্ষক আলোচনা সভা
news Video আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদ জাতীয় বঙ্গবন্ধ মে দিবস শ্রমিকঅনলাইন ডেস্ক:
শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদ। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ড. মো. সেলিম উদ্দিন।
আওয়ামী পেশাজীবী হিসাববিদ পষিদের সভাপতি আসাদ চৌধুরী এফসিএমএ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদসহ আরো অনেকে।
ভারতে মাওবাদী হামলায় নিরাপত্তাবাহিনীর ১৬ সদস্য নিহত
news আন্তর্জাতিক ভারত মাওবাদীঅনলাইন ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য এবং তাদের গাড়ির চালক নিহত হয়েছে। বুধবার (০১ মে) রাজ্যের গোডছিরোলি এলাকায় শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িটি উড়ে যায় বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শৈলেশ বালকাওড়ে বলেছেন, সকালে রাস্তার পাশে পার্ক করে রাখা ২৫টি গাড়িতে কেরোসিন ও পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা। দু’টি হামলা এমন সময় ঘটল যখন মহারাষ্ট্রবাসী তাদের রাজ্যের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন।
ভারতজুড়ে চলমান লোকসভা নির্বাচনের মধ্যে ভয়াবহ এ হামলাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জঘন্য’ উল্লেখ করে বলেছেন, ‘অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।’
গত ১১ এপ্রিল গোডছিরোলিতেই একটি পুলিশ চেকপোস্টের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় কেউ হতাহত হয়নি। তারপরদিন একই এলাকায় আরেক বিস্ফোরণে সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হন।
আইএসের বাংলাদেশের আমির মুহাম্মদ আল-বাঙালি, হামলার হুমকি
news আইএস জাতীয় নির্বাচিতঅনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আইএস বাংলাদেশে তাদের নতুন আমিরের নাম ঘোষণা করেছে। আবু মুহাম্মদ আল-বাঙালি নামের আমিরের নাম ঘোষণার সাথে সাথে বাংলাদেশ ও ভারতে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসী সংগঠনটি। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় আইএস একটি বার্তা (পোস্টার) প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘যদি তোমরা মনে করো বাংলায় ও হিন্দিতে খিলাফতের সেনাদের স্তব্ধ করে দেবে তাহলে এটা সুনিশ্চিতভাবে জেনে রাখো যে, আমাদের লোকেরা কখনো নীরব হবে না। তাদের প্রতিশোধ নেয়ার তৃষ্ণা কখনো মুছে যাবে না’।
ঢাকার গুলিস্তানে একটি সিনেমা হলের পাশে ককটেল হামলার এক দিন পর এ বার্তা প্রকাশ করেছে আইএস। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলিস্তানে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
ককটেল হামলার পর মঙ্গলবার আইএসের পক্ষ থেকে আরবি ভাষায় একটি বিবৃতি প্রকাশ করে। আইএসের মুখপাত্র আমাক-এ প্রকাশিত বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আইএস এর ‘শিগগিরই আসছি, ইনশাল্লাহ’ শীর্ষক পোস্টার প্রকাশের পর তদন্ত শুরু করেছে বিভিন্ন সংস্থা। ওই পোস্টারে আল মুরসালাত গ্রুপের একটি লোগো ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার যে হুমকি দেয়া হয়েছে তা ওই একই গ্রুপ দিয়েছে।
উত্তরায় ভবন থেকে পড়ে ২ গৃহকর্মীর মৃত্যু, ফুটেজ ঘিরে রহস্য
news উত্তরা জাতীয়অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরার এক বাসার দুই কিশোরী গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ছয়তলা একটি ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে; তবে এটা আত্মহত্যা, না হত্যা- সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র শাহা জানান, রুবী ( ১৭) ও হালিমা (১৪) নামে ওই দুই কিশোরী জসিম উদ্দিন সড়কের একটি ছয়তলা বাড়ির ষষ্ঠতলায় গার্মেন্ট ব্যবসায়ী মাজেদুল ইসলামের বাসায় কাজ করতেন।
বুধবার ভোরের দিকে ওই ভবনের পশ্চিম দিকে একটি একতলা বাড়ির ছাদ থেকে তাদের আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান নৈশপ্রহরীরা। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসকতাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ছয়তলা ভবনটির ক্লোজড সার্কিট ক্যামেরা যাচাই করে দেখা গেছে, রাত ৩টা ৩২ মিনিটে ওই দুই কিশোরী দরজা খুলে ছাদের দিকে যায়। কিন্তু ছাদের কোনো দৃশ্য ওই ক্যামেরায় ধরা পড়েনি। “এখন ছাদে গিয়ে তারা পাশের ছাদে লাফিয়ে পড়েছিল কি না, বা অন্য কেউ তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না- সেসব প্রশ্নের উত্তর এখনও আমরা পাইনি।
ওসি বলেন, উঁচু থেকে পড়ার কারণে মেয়ে দুটির হাত ও পা ভেঙে গেছে। তাদের মৃত্যুর সঙ্গে অন্য কিছু আছে কি না- ময়নাতদন্তে হয়ত সে তথ্য জানা যাবে।
মাজেদুল ইসলামের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রুবী এক বছর আগে ওই বাসায় কাজে যোগ দিয়ে মাঝখানে কিছুদিন গ্রামের বাড়ি লক্ষ্মীপুর চলে গিয়েছিলেন। কিছু দিন আগে আবার তিনি কাজে যোগ দেন।
আর গাজীপুরের হালিমা ওই বাসায় কাজ করে আসছিলেন প্রায় আড়াই বছর ধরে। তাদের পবিরারকে ইতোমধ্যে খবর দিয়েছে পুলিশ।
ওসি তপন চন্দ্র সাহা বলেন, “মেয়ে দুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ও একজন জীবিত ছিল। ডাক্তারকে সে বলেছিল, অপারেশন করতে হলে যেন তাকে অজ্ঞান করে নেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।”
স্থানীয় নৈশপ্রহরীদের একজন পুলিশকে বলেছেন, রাত সাড়ে ৩টার পরে হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ পান তিনি। এর পরপরই ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুনতে পান একতলা ভবনটি ছাদ থেকে। তখন তারা গিয়ে দুই কিশোরীকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’: ৪ নম্বর সতর্ক সংকেত
news ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ‘ফণী জাতীয় নির্বাচিতঅনলাইন ডেস্ক:
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ আরও সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি বুধবার (০১ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৩৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১৯০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১০৯৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কি. মি.। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
স্বপ্ন নিয়ে দেশ ছাড়ল টাইগাররা
news খেলাধুলা নির্বাচিতঅনলাইন ডেস্ক:
আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে যাত্রা শুরু করলো বাংলাদেশ দল। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে চূড়ান্ত মিশন শুরুর এক মাস আগে দেশ ছাড়ল টাইগাররা। মূলত আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আগেভাগেই দেশ ছেড়েছেন তারা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে আয়ারল্যান্ড যাত্রা শুরু করে মাশরাফি বাহিনী।
আগামী ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ইংল্যান্ডে বিশ্বকাপের মূল মিশন শুরুর আগে ৫ থেকে ১৭ মে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ডাবল লিগের এই টুর্নামেন্টে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন দলের সেরা দুটি দল আগামী ১৭ মে ফাইনালে খেলবে।
আয়ারল্যান্ডের ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে সরাসরি ইংল্যান্ড চলে যাবে স্টিভ রুডসের শিষ্যরা। সেখানে মূল মিশন শুরুর আগে ২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে এবং ২৮ মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা।
বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের চূড়ান্ত দলের বাইরে এই সিরিজে অতিরিক্ত চারজন ক্রিকেটারকে রেখেছে বিসিবি। মাশরাফি-মুশফিকরা গেলেও এই দফায় আয়ারল্যান্ড যাননি সাকিব আল হাসান। এক সাথে টিকেটে না পাওয়ায় তার আজ বুধবার সন্ধ্যায় যাওয়ার কথা রয়েছে। আর ফরহাদ রেজা গতকালই চলে গেছেন। তাই এই দফায় ১৭ জন ক্রিকেটার দেশ ছাড়লেন।
দেশ ছাড়ার আগ মুহূর্তে বিমানবন্দরের ছবি ফেসবুকে পোস্ট করে সাব্বির রহমান বলেন, বাংলাদেশকে গুডবাই বলার সময়ে...। আমাদের মিশন আয়ারল্যান্ড ও বিশ্বকাপ। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ...।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
চকবাজার ট্র্যাজেডি: অগ্নিকাণ্ডের সময়কার সিসিটিভি ফুটেজ
Nationalআরও খবর-
চকবাজার ট্র্যাজেডি: নিহত কুড়িগ্রামের ৩ যুবককের বাড়িতে শোকের মাতম, দিশেহারা পরিবারগুলো
একটি পোড়া লাশের কাল্পনিক স্বীকারোক্তি
ছবিতে চকবাজার ট্র্যাজেডি
চকবাজার ট্র্যাজেডি: অগ্নিকাণ্ডে নিহত ৬৭ নাকি ৭০?
বিশ্বের এই সুন্দরী রাষ্ট্রপতি গুগল সার্চের শীর্ষে, দেখুন ছবিতে
International৫৮টি নিউজ পোর্টাল বন্ধ, কিন্তু কেন?
Nationalআরও পড়তে পারেন :
বিশ কোটিতে বিক্রি প্রিয়াঙ্কার বিয়ের ছবি
Entertainment
Rangpur Express:
এখন চারদিকে কথা হচ্ছে রণভীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে। ইতালির লেক কোমার ভিলা দেল বালাবিয়ানে শেষ হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান। এবার বলিউড আরেক তারকার বিয়ের অনুষ্ঠান দেখার প্রহর গুনছে। এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন রণভীর-দীপিকার বিয়ের ছবি ভাইরাল হচ্ছে। তখনই খবর এলো বিয়ের আনুষ্ঠানিকতার আগেই বিয়ের সব ছবি বিক্রি হয়ে গেছে প্রিয়াঙ্কার। ২০ কোটির টাকায় একটি পত্রিকার কাছে বিয়ের ছবির স্বত্ব বিক্রি করে দিয়েছেন প্রিয়াঙ্কা।
অর্থাৎ ওই পত্রিকা ছাড়া আর কোথাও ছবি প্রকাশিত হবে না। বিয়ের ছবি দেখতে হলে ওই পত্রিকা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে। আমস্টারডমে বর-কনের ব্যাচলের পার্টি হয়ে গেছে ধূমধাম করে। এর পরে মূল বিয়ের অনুষ্ঠান নিউ ইয়র্কে। এখনও পর্যন্ত জানা গেছের, তিন দিনের অনুষ্ঠান হবে সেই বিয়েতে। প্রায় ২০০০ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
Source: বিশ কোটিতে বিক্রি প্রিয়াঙ্কার বিয়ের ছবি
Rangpur Express/S
মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না লালমনিরহাটের আরিফুল
Localবাকী অংশ পড়তে ক্লিক করুন:
মেডিকেল কলেজে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না লালমনিরহাটের আরিফুল
Source: বিনিয়োগ বার্তা
# লালমনিরহাট, হাতীবান্ধা, Lalmonirhat, Hatibandha
ইতিহাসে আজকের দিনে: শনিবার ০৬ অক্টোবর’২০১৮
National- ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন (১৭০২)
- কবি আলফ্রেড টেনিসনের মৃত্যু (১৮৯২)
- বসনিয়া ও হারজেগোভিনার ভূখণ্ড অস্ট্রিয়ার অধিভুক্ত (১৯০৮)
- তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম (১৯১৮)
- চিয়াং কাইশেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত (১৯২৮)
- মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ তার্থযাত্রী নিহত(১৯৭২)
- ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু (১৯৭৩)
- থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান (১৯৭৬)
- মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সেনাবাহিনীর হাতে নিহত (১৯৮১)
- বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর (১৯৯৫)।
সৌদির কাছ থেকে কোটি ডলার নিয়েছেন টনি ব্লেয়ার
টনি ব্লেয়ার বিশ্বআন্তর্জাতিক ডেস্ক: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ২০১৬ সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন টনি ব্লেয়ার। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত খবরে প্রতিষ্ঠানটি সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বৈধতা দাবি করেছে। তারা দাবি করছেন, সাবেক প্রধানমন্ত্রী সৌদি আরবের এই অর্থের কোনও অংশই গ্রহণ করেননি। এ ছাড়া যে মুনাফা হয়েছে তা প্রতিষ্ঠানের পরামর্শক কাজ থেকে আসেনি।
টনি ব্লেয়ারের এনজিওতে সৌদি অর্থের আগমণ এবং ইয়েমেনে সৌদি জোটের অভিযানকে তার সমর্থন করায় ঘটনাটি সমালোচনার জন্ম দিয়েছে। প্রতিষ্ঠিত এনজিও সৌদি আরবের কাছ থেকে কয়েক লাখ ব্রিটিশ পাউন্ড গ্রহণের ঘটনা সামনে আসার পর এই অনুসন্ধান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।
টনি ব্লেয়ার ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত হিসাব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের কাছ থেকে প্রতিষ্ঠানটি ১২ মিলিয়ন ডলার তহবিল পেয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা এই অর্থের যোগানদাতা হিসেবে মিডিয়া ইনভেস্টমেন্ট লিমিটেড নামের প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছে। এই প্রতিষ্ঠানটি আবার সৌদি রিসার্চ অ্যান্ড মার্কেটিং গ্রুপের একটি সহযোগী সংগঠন।
টনি ব্লেয়ার ইনস্টিটিউটের জুলাই মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে এই বছরের শুরুতে। সৌদি আরবকে আধুনিকায়নে সহযোগিতার জন্য এই চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রতিষ্ঠানটির জন্য এটাই সবচেয়ে বড় ধরনের চুক্তি।
‘মেঘকন্যা’ রূপে নিঝুম
নিঝুম রুবিনা বিনোদনবিনোদন ডেস্ক: অভিনেত্রী নিঝুম রুবিনা এ পর্যন্ত নূর মোহাম্মদ মনিরের ‘কিস্তির জ্বালা’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’, আবুল কালাম আজাদের ‘অনেক সাধনার পরে’, শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজী’, মিনহাজ অভির ‘মেঘকন্যা’, রাহুল রওশনের ‘জান রে’ ও মোহাম্মদ আসলামের ‘ভালোবাসা ডটকম’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন।
এরইমধ্যে তার চারটি ছবি মুক্তিও পেয়েছে। এবার আরেকটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। ছবির নাম ‘মেঘকন্যা’। এখানে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন নিঝুম। এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, প্রযোজক সমিতি থেকে আসছে ১২ই অক্টোবর ছবি মুক্তির তারিখ নেয়া হয়েছে। এটা গল্প প্রধান ছবি। এ ছবিটি করতে গিয়ে আমি অনেক পরিশ্রম করেছি।
এ ছবির কাহিনি ও গান দর্শকদের বেশ ভালো লাগবে বলে আশা করছি। আজ শুক্রবার এ ছবির প্রথম গানটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। এরপর পোস্টার, টিজার, ট্রেলার ধীরে ধীরে প্রকাশ করবেন বলে জানান ছবির প্রযোজক এজেডএম জাহাঙ্গীর কবির।
আরও পড়তে পারেন >> ক্ষোভ প্রকাশ করলেন ঐন্দ্রিলা আহমেদ
জয়া মিডিয়া প্রোডাকশনের ব্যানারের এ ছবিতে ফেরদৌস-নিঝুম রুবিনা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সুচরিতা, শম্পা হাসনাইন, হৃদ্য প্রমুখ। এ ছবির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। এ ছবির বাইরে এই প্রযোজনা সংস্থা থেকে ‘সংসার’, ‘বেসামাল’ এবং ‘জান রে’ নামে আরো তিনটি ছবি সামনে মুক্তি পাবে। এ তিনটি ছবিতেও নিঝুম রুবিনা অভিনয় করেছেন।
ক্ষোভ প্রকাশ করলেন ঐন্দ্রিলা আহমেদ
ঐন্দ্রিলা আহমেদ বিনোদনবিনোদন ডেস্ক: দশ বছর পর বিরতি ভেঙে অভিনয়ে ফেরেন বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। এরইমধ্যে বেশ কিছু নাটকেও তাকে দেখা গেছে। তবে এবার এই অভিনেত্রীর কণ্ঠে শোনা গেল ক্ষোভের কথা। গেল ৪ঠা সেপ্টেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের জন্মদিন। কিন্তু এই মহানায়ককে নিয়ে এফডিসিতে ছিল না কোনো আয়োজন। দু’একটি গণমাধ্যম ও টিভি চ্যানেলেই তার জন্মদিন সীমাবদ্ধ ছিল। এনিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করলেন তার উত্তরসূরি ঐন্দ্রিলা আহমেদ। ঐন্দ্রিলা বলেন, একজন মহানায়ক কালে কালে জন্মায় না।
এর মূল্যায়ন করা উচিত। বুলবুল আহমেদ শুধু আমার পিতা নন, তিনি এদেশের সম্পদ। শুধু আমার বাবা কেন, এই দেশে আরো অনেক গুণী মানুষই উপেক্ষিত। আমি মনে করি, চলচ্চিত্রে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের এই বিষয়গুলোর প্রতি সচেতন থাকা প্রয়োজন। যাদের হাত ধরে চলচ্চিত্র আজ এই অবস্থানে, তাদের উপেক্ষিত করে ভালো কিছু হতে পারে না।
এদিকে ঐন্দ্রিলা একটি বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে জব করছেন বলেন জানান। তার পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে ছোট পর্দায় অভিনয় করছেন। জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে ‘বিলাভড’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করেন তিনি। এ ছাড়া রিদম খানের ‘চিলে কোঠার সংসার’, দিপু হাজরার ‘ফেইক লাভ’, কাজী সাঈফের ‘আতংক’, পৃথ্বিরাজের ‘ছোট ছোট আশা ভালোবাসা’ ও ‘জল পুকুরে ডুব’ শিরোনামের নাটকগুলোতে তিনি অভিনয় করেন।