নীলফামারী: ডিমলায় পল্লীশ্রী রি-কল প্রকল্পের ১৫ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পল্লীশ্রী রি-কল প্রকল্পের ১৫ দিনের এই প্রশিক্ষণে উপজেলার বিভ্ন্ন ইউনিয়নের ৪৩ জন বেকার যুবক-যুবতীকে মোবাইল সার্ভিসিং ও গার্মেন্টস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এরমধ্যে ২৬ জনকে মোবাইল সার্ভিসিং এবং ১৭ জনকে গার্মেন্টস প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে গতকাল আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী যুব-উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
ডিমলায় পল্লীশ্রী রি-কল প্রকল্পের ১৫ দিনের প্রশিক্ষণ সম্পন্ন
March 30, 2018
উত্তরাঞ্চল
ডিমলা
নীলফামারী
পল্লীশ্রী রি-কল প্রকল্প
প্রশিক্ষণ
বেকার
যুবক
যুবতী
সনদপত্র