শেরপুরে সিনেমা হলে অগ্নিকাণ্ড: বেঁচে গেল তিন শতাধিক মানুষ
অগ্নিকাণ্ড শেরপুর সারাদেশ সিনেমা হলে অগ্নিকাণ্ডসারাদেশ: শো চলাকালে শেরপুরের নকলা্ উপজেলার কল্পনা সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দৌঁড়াদৌঁড়ি করে বের হতে গিয়ে বেশ কয়েকজন দর্শক আহত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
জানা গেছে, ঈদ উপলক্ষে দুপুরে ‘অহংকার’ নামে সিনেমার শো চলছিল। এসময় হলে ৩ শতাধিক দর্শক ছিল। তিনতলা এ হলটিতে সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পর কালো ধোঁয়ার গন্ধে হলের ভেতর দর্শকদের শ্বাসকষ্ট অনুভূত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কে দৌঁড়াদৌঁড়ি শুরু করে দর্শকরা। কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কল্পনা সিনেমা হলের মালিক বাবু মিয়া জানান, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় কোটি টাকার মালামাল অগ্নিকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
শেরপুরে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ, আটক ২
উত্তরাঞ্চল গণধর্ষণ বগুড়া শেরপুর সারাদেশবগুড়া: জেলার শেরপুরে প্রেমিককে বেঁধে রেখে তারই প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শেরপুর থানা পুলিশ। উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষে গত ২৬ মাচ এ ঘটনা ঘটে। ধর্ষিতা মেয়েটি এইসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুই জনকে গতকাল সোমবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গত ২৬মার্চ ঘটলেও জানাজানি হয় গতকাল সোমবার। মেয়েটি গত রবিবার এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে শেরপুর থেকে বাড়িতে আসলে পরিবারকে ওই ঘটনা জানায়। পরে গতকাল সোমবার মেয়েটির বাবা বাদি হয়ে ওই ৩ ধর্ষককে অভিযুক্ত করে শেরপুর থানায় মামলা করেন।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, রংপুর সদরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। গত ২৬ মার্চ উভয়ই শেরপুর শহরে আসে এবং সেখান থেকে সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া দাখিল মাদ্রাসায় যায়। সেখানে এক কক্ষে বসে কথা বলছিল তারা। এসময় নাকুয়া গ্রামের আকুল মিয়া, স্বপন ও সোহাগ নামে তিন যুবক সেখানে যান। ওই কক্ষে প্রেমিকযুগলকে আটকে রেখে তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা তাদের মারধর করে এবং প্রেমিককে বেঁধে রেখে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে।
ওসি জানান, গত সোমবার দুপুরে মেয়েটির বাবা বাদি হয়ে ওই তিন যুবককে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোহাগ ও স্বপন শেখকে আটক করা হয়েছে। অভিযানে দুই যুবককে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আকুল মিয়া পালিয়ে যায়। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।