কাউনিয়া, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাননাথ চরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গবাদি পশু, বসতবাড়িসহ রাইচ মিল পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ময়েজ উদ্দিন মন্ডল ও ময়দুল জানিয়েছেন।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে প্রাননাথ চর গ্রামে ময়েজ উদ্দিন মোল্লার বাড়ির গোয়াল ঘরে বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলীহানশিখা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থাকা বিদেশি ৩টি গরু, ২৮টি হাঁস, ৪৫টি মুরগী, ধান-চাউল, টিভি, আসবাবপত্রসহ ৭টি বসতঘর, নগদ ৫ লাখ টাকা ও রাইচ মিলের সব জিনিসপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দুই পরিবার জানিয়েছেন।
শহীদবাগ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান জানান, ময়েজ উদ্দিন মন্ডল এর বসতঘরে আগুন দেখে স্থানীয় লোকজন কাউনিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু গ্রামের রাস্তায় দুইটি ফুট ব্রিজ থাকায় ফায়ার সার্ভিসের বড় গাড়ী ঘটনাস্থলে যেতে পারে নাই। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে পারলে হয়তো বসতঘর, গবাদি পশু সহ অন্যান্য জিনিসপত্র রক্ষা করা যেত। অপরদিকে হারাগাছ ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম জানান, গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে বৈদ্যূতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
রংপুরএক্সপ্রেস২৪ ডটকম |Rangpurexpress24.com is a largest online news portal in North Bengal.
অগ্নিকাণ্ড
উত্তরাঞ্চল
কাউনিয়া
সারাদেশ
কাউনিয়ায় অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এই বিভাগের আরও খবর
পরবর্তী পোস্ট
« Prev Post
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন
Subscribe to:
Post Comments (Atom)