গুজরাটে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৯

admin May 25, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। গুজরাট রাজ্যের সুরাটের একটি ভবনে শুক্রবার বিকেলের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ভবনে ৫০ জনের বেশি আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।


এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সুরাটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন মারা গেছেন। ভবনটির একেবারে ওপরের তলায় একটি কোচিং সেন্টার থাকায়, নিহতদের মধ্যে সবাই কোচিংয়ের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।


যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বাণিজ্যিক এবং আবাসিক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।


হতাহতের শিকারদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হতাতের শিকারদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three