Showing posts with label রংপুর মেট্রোপলিটন পুলিশ. Show all posts
Showing posts with label রংপুর মেট্রোপলিটন পুলিশ. Show all posts
নির্বিঘ্নে ঈদ উদযাপনে রংপুর মেট্রো পুলিশের পরামর্শ

নির্বিঘ্নে ঈদ উদযাপনে রংপুর মেট্রো পুলিশের পরামর্শ

admin June 02, 2019

স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ প্রদান করা হয়েছে। শনিবার আরএমপ’র পক্ষ থেকে এই নিরাপত্তা পরামর্শ প্রদান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে পাঠানো পরামর্শে যেসব পরামর্শ গ্রহণের অনুরোধ জানানো হয়-




  • ঝুঁকি নিয়ে যানবাহনে ভ্রমন করবেন না।

  • যাত্রাপথে বাস টার্মিনাল ও রেল-স্টেশনে অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে কোমল পানীয়, ডাব, সরবত বা অন্য কোন খাবার গ্রহণ করবেন না।

  • রাত্রিতে নির্জনে একাকী চলাফেরা থেকে বিরত থাকুন।

  • ভোরে লোকজনের চলাফেরা শুরু না হওয়া পর্যন্ত কাউন্টার/টার্মিনালে অবস্থান করুন।

  • যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যপারে সতর্ক থাকুন।

  • রিক্সা, সিএনজি, মোটরসাইকেল এবং খোলা জানালার পাশে বসে বাসে ভ্রমনের সময় মোবাইল এবং হাতব্যাগ সাবধানে রাখুন। অপরিচিত কারও সাথে ভাড়া করা গাড়ীতে উঠবেন না।

  • যাত্রাকালে ব্যক্তিগত মালামাল রক্ষণাবেক্ষণে সতর্ক থাকুন।

  • মহাসড়কে নিষিদ্ধ ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিপদজনক যানবাহনে চলাচল পরিহার করুন।

  • চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেদিকে লক্ষ্য রাখুন।

  • আপনার আশ-পাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কেউ কোন বিপদে পড়লে তাকে সাহায্য করুন; কাউকে সন্দেহ হলে নিকটস্থ পুলিশকে জানান।

  • ঈদের কেনাকাটার সময় মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন।

  • শপিং, বিপণী বিতান এবং রাস্তায় চলাচলের সময় পকেটমার ও ছিনতাইকারী হতে সাবধান থাকুন।

  • কেনাকাটার সময় জালটাকা সংক্রান্তে সতর্ক থাকুন। জালনোট সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে নিকটস্থ পুলিশকে জানান।

  • বিকাশ, রকেট, ইউক্যাশ, নগদ ইত্যাদিতে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন অবস্থাতেই আপনার গোপন পিন নম্বর কাউকে দিবেন না।

  • বড় অংকের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

  • কোন কোন ব্যক্তি/গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘঠানোর চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি দৃষ্টিগোচর হলে পুলিশকে অবহিত করুন।

  • প্রয়োজনে ৯৯৯ অথবা আরপিএমপি’র কন্ট্রোলরুম-০১৭৬৯৬৯-৫৪০০/০৫২১-৫৭০৬৬ নম্বরে যোগাযোগ করুন।

সাংবাদিকদের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রধানের মতবিনিময়

সাংবাদিকদের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রধানের মতবিনিময়

admin August 19, 2018

রংপুর: রংপুর নগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। আজ রোববার দুপুরে ধাপ এলাকায় অবস্থিত আরপিএমপি’র অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরএমপি প্রধান বলেন, ধর্মীয় মৌলবাদ, সহিংসতা ও মাদকের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশা অনুসরণ করব। রংপুর মহানগরীর মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখাই আমাদের লক্ষ্য। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে কোন ছাড় দেয়া হবে না। কমিশনার বলেন, রংপুর মহানগর পুলিশ আইন নতুন। নগরীতে আরপিএমপি পুলিশের পোষাক নতুন। জনবল নতুন। তাই আমাদের এখানকার পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে, নতুন উদ্যোমে নতুন মন মানসিকতা নিয়ে এই নতুন মেট্রোপলিটনে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করতে হবে। আরপিএমপি প্রধান বলেন, সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্টু লোকরাই আমাদের শত্রু। এদের দ্বারাই আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এরা মানুষকে নিরাপদে থাকতে দিতে চায় না। আমরা এমন দুষ্টু লোকদের কোন ছাড় দিতে চাই না। এজন্য সবার সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, বর্তমানে আরপিএমপিতে শুধু প্রশাসনিক কাজ চলছে। আগামী সেপ্টেম্বর মাসের যে কোন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনের পর থেকে ২৩৯ দশমিক ৭২ বর্গ কিলোমিটার আয়তনে গঠিত রংপুর মেট্রাপলিটন পুলিশের জনবল নতুন ৬টি থানার মানুষকে আইনি সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরপিএমপি’র উপ-কমিশনার মেহেদুল ইসলাম ও আবু সুফিয়ান। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দাবানলের ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, ক্রীড়া সম্পাদক ও করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান হাবু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর এর সাধারণ ও দৈনিক পরিবেশের সিনিয়র রিপোর্টার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দাবানল এর রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক।


এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশ এর রংপুর ব্যুরো আব্দুর রহমান মিন্টু, মাছরাঙা টেলিভিশন এর সিনিয়র স্টাফ রিপোর্টার রফিক সরকার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের রংপুর প্রতিনিধি নজরুল মৃধা, সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক খোলাকাগজ রংপুর প্রতিনিধি হারুন-উর-রশিদ সোহেল, দপ্তর সম্পাদক ও দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ’র রংপুর ব্যুরো স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার রংপুর ব্যুরো এসএম পিয়াল, কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের অর্থনীতির রংপুর প্রতিনিধি মোস্তাফিজার রহমান বাবলু, দৈনিক মায়াবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক স্বপন মিঞাজী, দৈনিক সংগ্রামের রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক লাখোকন্ঠের রংপুর ব্যুরো প্রধান শীতুজ্জামান শীতু, রংপুর প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, দৈনিক প্রথমখবরের ফটো সাংবাদিক মেজবাহুল হিমেল প্রমুখ।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three