রংপুর: রংপুর নগরীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। আজ রোববার দুপুরে ধাপ এলাকায় অবস্থিত আরপিএমপি’র অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরএমপি প্রধান বলেন, ধর্মীয় মৌলবাদ, সহিংসতা ও মাদকের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশা অনুসরণ করব। রংপুর মহানগরীর মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখাই আমাদের লক্ষ্য। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে কোন ছাড় দেয়া হবে না। কমিশনার বলেন, রংপুর মহানগর পুলিশ আইন নতুন। নগরীতে আরপিএমপি পুলিশের পোষাক নতুন। জনবল নতুন। তাই আমাদের এখানকার পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে, নতুন উদ্যোমে নতুন মন মানসিকতা নিয়ে এই নতুন মেট্রোপলিটনে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করতে হবে। আরপিএমপি প্রধান বলেন, সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্টু লোকরাই আমাদের শত্রু। এদের দ্বারাই আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এরা মানুষকে নিরাপদে থাকতে দিতে চায় না। আমরা এমন দুষ্টু লোকদের কোন ছাড় দিতে চাই না। এজন্য সবার সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, বর্তমানে আরপিএমপিতে শুধু প্রশাসনিক কাজ চলছে। আগামী সেপ্টেম্বর মাসের যে কোন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনের পর থেকে ২৩৯ দশমিক ৭২ বর্গ কিলোমিটার আয়তনে গঠিত রংপুর মেট্রাপলিটন পুলিশের জনবল নতুন ৬টি থানার মানুষকে আইনি সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরপিএমপি’র উপ-কমিশনার মেহেদুল ইসলাম ও আবু সুফিয়ান। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দাবানলের ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, ক্রীড়া সম্পাদক ও করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান হাবু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর এর সাধারণ ও দৈনিক পরিবেশের সিনিয়র রিপোর্টার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দাবানল এর রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুক।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি ও আলোকিত বাংলাদেশ এর রংপুর ব্যুরো আব্দুর রহমান মিন্টু, মাছরাঙা টেলিভিশন এর সিনিয়র স্টাফ রিপোর্টার রফিক সরকার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের রংপুর প্রতিনিধি নজরুল মৃধা, সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক খোলাকাগজ রংপুর প্রতিনিধি হারুন-উর-রশিদ সোহেল, দপ্তর সম্পাদক ও দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ’র রংপুর ব্যুরো স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার রংপুর ব্যুরো এসএম পিয়াল, কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের অর্থনীতির রংপুর প্রতিনিধি মোস্তাফিজার রহমান বাবলু, দৈনিক মায়াবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক স্বপন মিঞাজী, দৈনিক সংগ্রামের রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক লাখোকন্ঠের রংপুর ব্যুরো প্রধান শীতুজ্জামান শীতু, রংপুর প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, দৈনিক প্রথমখবরের ফটো সাংবাদিক মেজবাহুল হিমেল প্রমুখ।