Showing posts with label ইরান. Show all posts
Showing posts with label ইরান. Show all posts
কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয় : ইরান

কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয় : ইরান

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ইরানের অধিকারকে সম্মান না জানালে ‘কোন অবস্থাতেই’ তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না। বৃহস্পতিবার এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।


সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কিভান খোসরাভি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের অধিকারের প্রতি সম্মান জানানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড পরিহার করা না হচ্ছে ,ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান অবস্থানে অটল থাকবো।’


এ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কোন অবস্থাতেই আলোচনা হবে না।’ খোসরাভি বলেন, এটা নিয়ে আলোচনায় বসার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিরা তেহরান সফর করছে। এসব প্রতিনিধির অধিকাংশ আমেরিকার পক্ষ থেকে আসছে।


তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে আমরা ইরানের নীতি অনুযায়ী তেহরানের যুক্তি তুলে ধরে সাড়া দিয়েছি।’ ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ বিন আলাভি সোমবার তেহরানে আসার পর বৃহস্পতিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক পরিচালক জেন্স প্লটার ইরানে আসেন।

যে কোনো ধরনের হামলার জবাব দেয়ার সামর্থ্য ইরানের রয়েছে: পাক প্রধানমন্ত্রী

যে কোনো ধরনের হামলার জবাব দেয়ার সামর্থ্য ইরানের রয়েছে: পাক প্রধানমন্ত্রী

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
যে কোনো ধরনের হামলার ‘কঠিন ও অকল্পনীয়’ জবাব দেয়ার সামর্থ্য ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ। এ জন্য ইরান ইস্যুতে ভুল পদক্ষেপের পরিণতির বিষয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি।


পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাকে ইসরাইলের স্বার্থেই ট্রাম্পের পরিকল্পিত খেলা হিসেবে আখ্যায়িত করেন তিনি। বলেন, ইসরাইলের স্বার্থে ইরান যুদ্ধে জড়াতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার পাকিস্তানের দ্য নেশন পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সাবেক এ পাক সেনাপ্রধান এসব কথা বলেন।


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষাগ্রহণ করা উচিত জানিয়ে মির্জা আসলাম বেগ আরও বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে- মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি থেকে ইসরাইল ও আমেরিকা শিক্ষা নেয়নি। তারা এখন মধ্যপ্রাচ্যে যেসব যুদ্ধ চালাচ্ছে সেগুলো থেকেও তাদের শিক্ষা নেয়া উচিত।


তিনি বলেন,যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ইসরাইল বিপদে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, ইরান এখন পূর্ণ জবাব দেয়ার সক্ষমতা অর্জন করেছে।


দ্য নেশন পত্রিকায় প্রকাশিত ওই কলামে ইরাক-ইরান যুদ্ধ, ২০০৬ সালে ইসরাইল-হিজবুল্লাহর লড়াইসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন পাকিস্তানের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা।


যুদ্ধে না জড়ানোই সবার জন্য কল্যাণকর হবে উল্লেখ করে মির্জা আসলাম বেগ লেখেন, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করা হয়তো সম্ভব হবে, তবে এমন যুদ্ধবিমান প্রতিহত করার সক্ষমতাও ইরান এখন অর্জন করেছে। যদি যুদ্ধ শুরুই হয়ে যায় তা হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। তখন ইরানের ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন এবং আত্মঘাতী হামলাকারীদের উপস্থিতি যুদ্ধের পটপরিবর্তন করে দিতে পারে। এ জন্য নিজেদের ভালোর জন্যই ইসরাইলের উচিত ট্রাম্পের ফর্মুলা না মেনে শান্তির পথে চলা।

‘ইরান থেকে কল পাওয়ার অপেক্ষায় আমেরিকা’

‘ইরান থেকে কল পাওয়ার অপেক্ষায় আমেরিকা’

admin May 18, 2019

অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইরানের কাছ থেকে ফোনকলের আশায় টেলিফোন সেট সামনে নিয়ে বসে আছে আমেরিকা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি কথা বলার যে আগ্রহ প্রকাশ করেছেন সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের একটি ছোট দলের সঙ্গে আলাপকালে বলেন, “এখনো ইরানের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি কিন্তু তা সত্ত্বেও আমরা টেলিফোন সেটের সামনে অপেক্ষা করছি।”


আমেরিকার কারণে সাম্প্রতিক সময়ে ইরান-মার্কিন সম্পর্কে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ার ভেতরেই গত ৯ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান।


একই দিন মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানায়, সুইস দূতাবাসের মাধ্যমে ইরানের কাছে ট্রাম্পের একটি টেলিফোন নম্বরও হস্তান্তর করা হয়েছে যাতে তেহরান সরাসরি ওই নম্বরে যোগাযোগ করতে পারে।


ইরানের সঙ্গে আমেরিকার সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। দু’দেশের সুইস দূতাবাস পরস্পরের দেশে আমেরিকা ও ইরানের স্বার্থ দেখাশুনা করে।


ইরানের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য ট্রাম্পের আগ্রহ প্রকাশ করার চারদিন আগে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দেয় আমেরিকা। মার্কিন যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ইরানকে ‘স্পষ্ট ও নির্ভুল বার্তা’ দেয়ার জন্য ওই রণতরী পাঠানো হয়েছে।


তবে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স গতকাল (শুক্রবার) জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে সামরিক সংঘাত এড়িয়ে চলার জন্য তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

ভেনিজুয়েলায় নাক গলাচ্ছে ইরান-রাশিয়া-কিউবা: ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

ভেনিজুয়েলায় নাক গলাচ্ছে ইরান-রাশিয়া-কিউবা: ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

admin May 11, 2019

অনলাইন ডেস্ক:
ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে রাশিয়া, ইরান ও কিউবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শুক্রবার আবার এমন অভিযোগ করেছেন। নিজের অফিসিয়াল টুইটার পাতায় প্রকাশিত এক পোস্টে এ অভিযোগ করেন জন বোল্টন।


বোল্টন দাবি করেন, ভেনিজুয়েলায় গণতন্ত্র ধ্বংস ও দমন অভিযানে কিউবা, রাশিয়া ও ইরানের মতো কিছু বহিরাগত সামরিক শক্তি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ বিষয়টি মার্কিন সরকার সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এর আগে গত সপ্তাহেও বোল্টন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরান, রাশিয়া ও কিউবাকে দায়ী করেন।


গত তিন মাসের ও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। সেইসঙ্গে দেশটির অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর প্রকৃতির।


চলতি বছরের ২৩ জানুয়ারি দেশটির প্রধান বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। এরপর প্রায় সঙ্গে সঙ্গে ট্রাম্প গুয়াইদোকে স্বীকৃতি দেন। এছাড়া বেশ কয়েকদিন পরে আরো অন্তত ৫০ টি দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।


অন্যদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া, চীন্ সহ আরও কয়েকটি দেশ।

ইরানে জরুরি অবতরণ করল রাডারে নিখোঁজ বিমান

ইরানে জরুরি অবতরণ করল রাডারে নিখোঁজ বিমান

admin May 09, 2019

অনলাইন ডেস্ক:
এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ ইরানের ইসফাহান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এর আগে উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যায়। খবর ডেইলি সানের। ইসফাহান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিকে স্বাভাবিকভাবেই অবতরণ করতে দেখা গেছে।


বিমানটিকে রাডারে খুঁজে না পাওয়ার বিষয়ে ফ্লাইট ট্র্যাকিংয়ের ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানায়, মুম্বাই যাওয়ার পথে ইরানের আকাশসীমায় থাকা অবস্থায় এয়ার ফ্রান্সের ফ্লাইটটি হারিয়ে যায়। ইতিমধ্যে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি সানে এয়ার ফ্রান্সের পক্ষ থেকে দেয়া এক বিবৃতি প্রকাশিত হয়েছে।


সেই বিবৃতিতে বলা হয়েছে, প্যারিস থেকে ভারতের মুম্বাইগামী এএফ২১৮ ফ্লাইটে সমস্যা দেখা দিলে ফ্লাইটের ক্রুরা উড়োজাহাজটিকে ইরানের ইসফাহানে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। এয়ারবাসের এ৩৪০ মডেলের উড়োজাহাজটিতে ২৫৬ যাত্রী ও ১১ ক্রু ছিলেন। তারা সবাই অক্ষত ও নিরাপদে আছেন।


বিবৃতিতে আরও বলা হয়, আকাশপথে ভেন্টিলেশন সিস্টেমের সমস্যা দেখা দিয়েছিল বিমানটিতে। ইরানের বিমানবন্দরে সে ত্রুটি সারিয়ে নিয়ে উড়োজাহাজটি পুনরায় মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three