ভেনিজুয়েলায় নাক গলাচ্ছে ইরান-রাশিয়া-কিউবা: ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা

admin May 11, 2019

অনলাইন ডেস্ক:
ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে রাশিয়া, ইরান ও কিউবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন শুক্রবার আবার এমন অভিযোগ করেছেন। নিজের অফিসিয়াল টুইটার পাতায় প্রকাশিত এক পোস্টে এ অভিযোগ করেন জন বোল্টন।


বোল্টন দাবি করেন, ভেনিজুয়েলায় গণতন্ত্র ধ্বংস ও দমন অভিযানে কিউবা, রাশিয়া ও ইরানের মতো কিছু বহিরাগত সামরিক শক্তি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ বিষয়টি মার্কিন সরকার সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এর আগে গত সপ্তাহেও বোল্টন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরান, রাশিয়া ও কিউবাকে দায়ী করেন।


গত তিন মাসের ও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। সেইসঙ্গে দেশটির অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর প্রকৃতির।


চলতি বছরের ২৩ জানুয়ারি দেশটির প্রধান বিরোধী নেতা হুয়ান গুয়াইদো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। এরপর প্রায় সঙ্গে সঙ্গে ট্রাম্প গুয়াইদোকে স্বীকৃতি দেন। এছাড়া বেশ কয়েকদিন পরে আরো অন্তত ৫০ টি দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।


অন্যদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া, চীন্ সহ আরও কয়েকটি দেশ।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three