ইরানে জরুরি অবতরণ করল রাডারে নিখোঁজ বিমান

admin May 09, 2019

অনলাইন ডেস্ক:
এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ ইরানের ইসফাহান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এর আগে উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যায়। খবর ডেইলি সানের। ইসফাহান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিকে স্বাভাবিকভাবেই অবতরণ করতে দেখা গেছে।


বিমানটিকে রাডারে খুঁজে না পাওয়ার বিষয়ে ফ্লাইট ট্র্যাকিংয়ের ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকম জানায়, মুম্বাই যাওয়ার পথে ইরানের আকাশসীমায় থাকা অবস্থায় এয়ার ফ্রান্সের ফ্লাইটটি হারিয়ে যায়। ইতিমধ্যে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি সানে এয়ার ফ্রান্সের পক্ষ থেকে দেয়া এক বিবৃতি প্রকাশিত হয়েছে।


সেই বিবৃতিতে বলা হয়েছে, প্যারিস থেকে ভারতের মুম্বাইগামী এএফ২১৮ ফ্লাইটে সমস্যা দেখা দিলে ফ্লাইটের ক্রুরা উড়োজাহাজটিকে ইরানের ইসফাহানে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। এয়ারবাসের এ৩৪০ মডেলের উড়োজাহাজটিতে ২৫৬ যাত্রী ও ১১ ক্রু ছিলেন। তারা সবাই অক্ষত ও নিরাপদে আছেন।


বিবৃতিতে আরও বলা হয়, আকাশপথে ভেন্টিলেশন সিস্টেমের সমস্যা দেখা দিয়েছিল বিমানটিতে। ইরানের বিমানবন্দরে সে ত্রুটি সারিয়ে নিয়ে উড়োজাহাজটি পুনরায় মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three