লালমনিরহাটে রিকশায় ট্রাকের ধাক্কা, মৃত তিন

admin August 10, 2018

লালমনিরহাট: লালমনিরহাটে একটি রিকশায় মালবাহী ট্রাকের চাপায় রিকশার চালক ও রিকশার দুই যাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কের বিজিবি ক্যান্টিন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানিয়েছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী সড়কের বিজিবি ক্যান্টিন সংলগ্ন এলাকায় পৌছলে একটি চলন্ত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমনিরহাট শহরের খাতাপাড়ার রিকশাচালক দুলাল মিয়া (২৮) ও দুই যাত্রীরা হলেন, জেলা সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী ও পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের লিয়াকত হোসেন প্রধানের পুত্র জাহাঙ্গীর আলম প্রধান (৪০) এবং পাটগ্রাম পৌর এলাকার মাস্টারপাড়ার আব্দুর রশিদের পুত্র মোতালেব হোসেন (৪০)। তারা পৌরবাজার থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন।


সদর থানার ওসি মো. মাহফুজ আলম ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গির ও মোতালেব রিকশাযোগে পৌরবাজার থেকে তাদের রেজিস্ট্রি কার্যালয় সংলগ্ন বাড়িতে ফিরছিলেন। এসময় পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। তবে ট্রাকটির চালককে আটক করা যায়নি।



কক্সবাজারে মাইক্রোর ধাক্কায় পথচারীর মৃত্যু


এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারে এক মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী মারা গেছেন। রাত ১১ টার দিকে বাইপাস সড়কের জেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের নাম মো. রশিদ। তার বাড়ি পেকুয়া উপজেলার মগনামা এলাকায়।


স্থানীয়রা জানিয়েছে, চট্টগ্রাম অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী মাইক্রোবাস পথচারী রশিদকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন।


সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে সাথে ড্রাইভার গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়। মৃতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three