রংপুর এক্সপ্রেস ডেস্ক:
নেত্রকোণার সদর উপজেলায় দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে; এ ঘটনায় এক জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলা সাকুয়া এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা বলে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান। নিহত উপজেলার গন্ধবপুর গ্রামের বিষ্ণু বর্মণ (৬০)। আটক তাসকিন (৩০) ওই এলাকার এমএ ওয়াহেদের ছেলে।
ওসি বলেন, দুপুরে বিু বাড়িতে একা বসে ছিলেন। এ সময় তাসকিন তার বাড়িতে ঢুকে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে বিুকে হত্যা করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাকুয়া বাজার এলাকা থেকে তাসকিনকে আটক করে বলে জানান ওসি। এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একটি দা ও রক্তমাখা শার্ট জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।