তথ্যপ্রযুক্তিতে পলককে পূর্ণ দায়িত্ব, মোস্তাফা জব্বার ডাকে

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর টেকনোক্র্যাট কোটায় দ্বিতীয় দফায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। কিন্তু মন্ত্রীপরিষদ গঠনের মাত্র চার মাসের মাথায় তাকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।


তথ্য ও প্রযুক্তি বিভাগের জন্য জুনাইদ আহমেদ পলককে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


চলতি বছরের ৭ জানুয়ারি বর্তমান মন্ত্রিসভা গঠন হয়। তখন এর সদস্য সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী (প্রধানমন্ত্রীসহ), ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।


এর আগে মোস্তাফা জব্বার ২০১৮ সালের ২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন। এরপর দিনডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three