আজান না দেওয়ায় সদ্যভূমিষ্ঠকে আছড়ে খুন করলো পিতা

admin April 03, 2018

গাইবান্ধা: গাইবান্ধায় জন্ম নেওয়ার পর আজান না দেওয়ায় সদ্যভূমিষ্ঠ পুত্রকে হাসপাতালের মেঝেতে আছাড় মেরে খুন করেছে কোরানের হাফেজ পিতা। গত রবিবার রাতে পলাশবাড়ি উপজেলার একটি ক্লিনিকে এ ঘটনা বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার কর্মকর্তা মাহমুদুল আলম। ওই ঘাতকের নাম হাফেজ মোহাম্মদ সাজু মিয়া। সে কোরানের হাফেজ।
ওসি জানান, গত রবিবার বিকেলে প্রসব বেদনা উঠলে স্ত্রী শাহনাজকে পলাশবাড়ি উপজেলার মা ক্লিনিক এন্ড নার্সিং হোমে নিয়ে আসে সাজু ও আত্মীয়রা। পরে রাত সাড়ে নয় টায় সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শাহনাজ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শাহনাজ অচেতন ছিল, এসময় সাজুর বোন কোহিনুর প্রসূতি ও সন্তানের দেখাশোনা করছিলেন। রাত দশটার দিকে সাজু হাসপাতালের রুমে এসে ছেলেকে কোলে নেন এবং তাদে জিজ্ঞেস করেন আজান দেওয়া হয়েছে কিনা। এসময় সবাই চুপ থাকলে কোন কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে আছাড় দেয় ঘাতক সাজু। এতে সঙ্গে সঙ্গে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ক্লিনিকে উপস্থিত লোকজন সাজুকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ সাজুকে আটক এবং শিশুর লাশ উদ্ধার করে।
জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের শাহা মিয়ার মেয়ে শাহনাজের (৩৫) সাথে গত ৩ বছর আগে একই উপজেলার শাখাহার ইউনিয়নের সুলতান সরকারের ছেলে হাফেজ সাজু মিয়ার বিয়ে হয়। সাজু রং মিস্ত্রির কাজ করে। বিয়ের শুরুতে দাম্পত্য জীবন কিছুদিন সুখের হলেও পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। ওসি মাহমুদুল আরও জানান, শিশুটিকে হত্যার ঘটনায় ঘাতক সাজুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three