নাটোর: নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার রাতে নাটোরের বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউসুফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
[৮ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫]
মামলায় দুর্ঘটনাকবলিত লেগুনার মালিক, চালক, সহকারী, লেগুনা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের চালক ও মালিককে আসামি করা হয়েছে। এদিকে, গতকাল রোববার সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ।
[নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত]
এ ছাড়া দুপুরে বনপাড়া পৌর গেট এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা করেছে বনপাড়া পৌরসভা ও পুলিশ প্রশাসন। এ সময় সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন খাতের সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা কদিমচিলান এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে দুই শিশুসহ ১৫ জন নিহত হন। নিহত ১৫ জনের মধ্যে ১৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতপরিচয় একটি লাশ রয়েছে বনপাড়া হাইওয়ে থানায়।