স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সম্প্রীতির বন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্ক দৃঢ করার লক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে স্থানীয় রেতিরো পার্ক মাঠে আয়োজিত খেলায় বেঙ্গল এফসি লুটন ইউকে ও এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ অংশগ্রহণ করে। দু’দল দুর্দান্ত খেললেও হেরে যায় বেঙ্গল এফসি লুটন ইউকে। আর ৪-২ গোলে জয় পায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ ।


খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় এ প্রীতিম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলামীন মিয়া, সহসভাপতি মোর্শেদ আলম তাহের, সাবেক সহসভাপতি জাকির হোসেন, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির, প্রাক্তন সভাপতি আব্দুল কাইয়ুম পংকী, সাবেক সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকী, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি হেমায়েত খান, একরামুজ্জামান কিরণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার, ধর্ম সম্পাদক আবু বক্কর,হানিফ মিয়াজী ও শাওন আহমদ।


অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। ম্যাচটি ইংল্যান্ড প্রবাসী ও স্পেন প্রবাসীদের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সঙ্গে এ ম্যাচটি তাদের মধ্যে এক অন্যরকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


এদিকে খেলায় মাদ্রিদের পক্ষে প্রথমার্ধে তিনটি গোল করেন জে আর জাবেদ। কিন্তু দুর্দান্ত খেলে প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে তার শোধ করতে পারেনি বেঙ্গল এফসি লুটন ইউকে দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে একটি দুর্দান্ত গোল করে খেলায় ফিরে বেঙ্গল এফসি লুটন ইউকে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে একটি পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে বেঙ্গল এফসি লুটন ইউকে দল।


কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি। উল্টো জে আর জাবেদের দেয়া আরেকটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়। খেলায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদের তরুন খেলোয়াড় জে আর জাবেদ ৪ টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three