ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে লাকর্ণভের খোলা মাঠে মহিলাদের বালিশ বদল, বাচ্চাদের দৌড়, বিস্কিট দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনভর মেতে থাকেন ফ্রান্স প্রবাসী গাজীপুরবাসী।


পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় বক্তব্য রাখেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, আব্দুল্লাহ আল বাকি, সহসভাপতি এম এ কাশেম, গাজীপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, মনিরুল হক মনু, কাওসার মোড়ল, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মিজান চৌধুরী মিন্টু, আমিনুল ইসলাম জুয়েল, সোলায়মান মোড়ল, মিল্টন সরকার, সাইফুল ইসলাম রনি, ইয়াছিন হক, সোহাগ সরওয়ার, তপন চন্দ্র দাসসহ আরো অনেকে।


অনুষ্ঠানে গাজীপুরবাসী ছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসী, কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এধরনের আয়োজন দূরপ্রবাসে কিছুটা হলেও প্রিয়জনের অভাববোধে সহায়ক ভূমিকা রাখে বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা।


এ আয়োজন প্রতি বছর ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three