রংপুর এক্সপ্রেস: এবার ইদ যাত্রায় ভোগান্তি ছাড়াই যাতায়াত করছেন উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে পশু, পণ্য ও যাত্রীবাহী যানবাহন। গতকাল সোমবার বিকেল ৬ টা পর্যন্ত সরেজমিনে এ মহাসড়কের বিভিন্ন এলাকায় স্বস্তির চিত্র দেখা গেছে। ইদ ঘনিয়ে আসায় ও সোমবার থেকে সকল প্রকার সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস এর ছুটি হওয়ার ফলে বিকেল থেকে পরিবহনের চাপ অনেকাংশে বৃদ্ধি পায়। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অনেক সময় স্বাভাবিকের চেয়েও ফাঁকা হয়ে যাচ্ছে।
জানা গেছে, বিগত কয়েক বছর যাবৎ মহাসড়কে ৪ লেন প্রকল্পের কাজ চলমান থাকায় মানুষের ভোগান্তি ছিল চরমে। ফলে ইদ কিংবা স্বাভাবিক যাত্রায় প্রায় প্রতিদিনই যানজট এবং সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হতো সাধারণ যাত্রী ও গাড়ির স্টাফদের।
জানা গেছে, ইদ উপলক্ষে এবার মহাসড়কে ৭২৩ জন পুলিশ সদস্য এবং ২০০ জন আনসার সদস্য কাজ করছেন। বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টসহ বিশেষ টহল জোড়দার রয়েছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্বাভাবিক দিনগুলোতে প্রত্যহ ১৪ থেকে ১৫ হাজার যানবাহন সেতু পাড়াপাড় হতো। আর ইদ উপলক্ষে ২২ থেকে ২৫ হাজার যানবাহন পাড়াপাড় হচ্ছে। টোল আদায়েও সৃষ্টি হয়েছে রেকর্ড বলে জানায় সেতুর কর্মকর্তারা। জানা যায়, উত্তরবঙ্গসহ ২৩ টি জেলার মানুষ এ মহাসড়ক দিয়ে যাতায়াত করেন।
[নরসিংদীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ১১, গাইবান্ধায় ৪]
দিনাজপুরগামী এক বাস ড্রাইভার বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। কোনো দুর্ঘটনা না ঘটলে নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবো। বগুড়াগামী এক যাত্রী বলেন, অত্যন্ত ভালোভাবেই এ পর্যন্ত এসেছি। রাস্তা খুবই ভালো। মানুষ ভোগান্তি ছাড়াই এবার বাড়ি ফিরতে পারবেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় জানান, এবার ইদ যাত্রায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। এ অবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চারলেন প্রকল্প কর্মকর্তা জিকরুল হাসান বলেন জানান, এলেঙ্গা থেকে ভোগড়া পর্যন্ত ৭০ কিলোমিটারের মধ্যে ৫০ কিলোমিটার রাস্তার চারলেনের কাজ শেষ ও চালু হয়েছে। এতে করে পূর্বের থেকে এবার ইদে মানুষ দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরবেন বলে তিনিও আশা প্রকাশ করেন।
[চামড়ার দাম কমলে, কমবে কওমি মাদ্রাসার আয়]
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গত রোববার রাতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে হাতিয়া এলাকায় দু'টি দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল পর্যন্ত কিছুটা যানজটের সৃষ্টি হলেও পরে সকালে তা স্বাভাবিক হয়ে যায়। এবার ইদ যাত্রায় মহাসড়কে যানজট নেই কিন্তু গাড়ির চাপ রয়েছে বলেও জানান ওসি।